৩নং চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে, সাবেক সফল মেম্বার হারুন অর রশিদ হাওলাদার আসন্ন ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো মেম্বার পদে নির্বাচনী প্অরস্তুতির জন্য অত্র ওয়ার্ডের জনগণের সাথে এক মত বিনিময় সভা আয়োজন করেন, অত্র সভায় হাজার হাজার মানুষ আবারো হারুন অর রশিদ হাওলাদারকে মেম্বার হিসাবে দেখতে চায় বলে স্লোগানে সভাটি আনন্দ মুখরিত করে তুলে। সেখানে সভার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মালতিয়া, মোঃ জাফর ইকবাল দুলু জমদার, মোঃ জাহাঙ্গীর কেরানী, অলি উদ্দিন মালতিয়া, মোঃ নেছার উদ্দিন মোল্লা , মোঃ ইসমাইল খনকার সহ অনেকেই বক্তব্য ও একাত্বতা প্রকাশ করেন এবং অবশেষে ইউনিয়ন পরিষদ এর সামনে থেকে একটি মিছিল নিয়ে হারুন অর রশিদ হাওলাদার কেরামতগঞ্জ বাজারের উত্তর মাথায় গিয়ে শেষ করেন,
২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচারনায় হারুন অর রশিদ হাওলাদার, চর আফজাল - ১, চরমাদ্রাজ S MEDIA TV
২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচারনায় হারুন অর রশিদ হাওলাদার, চর আফজাল - ...
byএস মিডিয়া কেরামতগঞ্জ
•
0