শুদ্ধে মেলে কি রং তামাশা
ভবের এই দুনিয়ায় অনিয়ম বেশামাল
যুদ্ধে হারা যায় সব কোল-আশা
রঙ্গের এই দুনিয়ায় নিয়মের বেড়াজাল
শুদ্ধে মেলে কি রং তামাশা
ভবের এই দুনিয়ায় অনিয়ম বেশামাল
যুদ্ধে হারা যায় সব কোল-আশা
অরে মন ও পাগল মন মনরে ধোকায় পড়িস না
অরে মন ও পাগল মন সব করিস প্রেম করিস না
রঙ্গে ঢঙ্গে পইড়া মেয়ের শিখছি কত কলা
বুঝিনা এই মিথ্যা আমার ছাড়বো না মন পলা
ও রঙ্গে ঢঙ্গে পইড়া মেয়ের শিখছি কত কলা
বুঝিনা এই মিথ্যা আমার ছাড়বো না মন পলা
ঘর বাড়ি ছাইড়া আমি হইতামরে পাগল
অরে মন ও পাগল মন মনরে ধোকায় পড়িস না
অরে মন ও পাগল মন সব করিস প্রেম করিস না
পিরিতি কেমনে জ্বালা আগে যদি জানতাম
তবা কইরা কানে ধইরা পিরিত নাহি করতাম
পিরিতি কেমনে জ্বালা আগে যদি জানতাম
তবা কইরা কানে ধইরা পিরিত নাহি করতাম
ঘর বাড়ি ছাইড়া আমি হইতামরে পাগল
অরে মন ও পাগল মন মনরে ধোকায় পড়িস না
অরে মন ও পাগল মন সব করিস প্রেম করিস না
অরে মন ও পাগল মন মনরে ধোকায় পড়িস না
অরে মন ও পাগল মন সব করিস প্রেম করিস না
অরে মন ও পাগল মন মনরে ধোকায় পড়িস না
অরে মন ও পাগল মন সব করিস প্রেম করিস না