Baba Mane Hajar Bikel Song Lyrics In Bengali | (বাবা মানে হাজার বিকেল) Tasnim Sadia | Baba Mane Hajar Bikel | Jaima Noor | baba song s media tv

 Baba Mane Hajar Bikel Song Lyrics In Bengali |(বাবা মানে হাজার বিকেল) Tasnim Sadia | Baba Mane Hajar Bikel | Jaima Noor | baba  song   s media tv



Song Info-
Song: Baba Mane Hajar Bikel 
Main Singer: Tasnim Sadia
Lyric & Tune: Tasnim Sadia
Baba Mane Hajar Bikel Song Lyrics In Bengali  :

বাবা মানে হাজার বিকেল | যে গান কাঁদালো সকল বাবাদের | Baba Mane Hajar Bikel | Jaima Noor | baba  song

Baba Mane Hajar Bikel Song Lyrics


বাবা মানে হাজার বিকেল 

আমার ছেলে বেলা 

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো 

যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা 

আমার অনেক ঋণ 



আমি যতই এলোমেলো ভুলের অভিধান 

বাবা তুমি সময় মত সহজ সমাধান 

জীবনের টানাপোড়েন কিছুই না জানি 

আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি

বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই 

বাবা ডাকে আদর করে আমায় সোনামণি 





বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া 

বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা



ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে

 আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে 

 চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে 

 মা বলে ডাকবে বল সারা জীবন ধরে 

 বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে 

 কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন