কেরামতগঞ্জ বাজার, চরমাদ্রাজ, চরফ্যাশন, ভোলা - এস মিডিয়া

কেরামতগঞ্জ বাজার

কেরামতগঞ্জ বাজার টি ৯০ দশকে কেরামত আলী মাঝী নামের এক ব্যবসায়ীর নাম অনুসারে বাজারটির নাম করন করা হয়। তখনকার ২/১ টি দোকান থেকে বর্তমানে কেরামতগঞ্জ বাজারে ২০০ থেকে ৩০০ টি দোকান রয়েছে। বর্তমানে কেরামতগঞ্জ বাজার টি বাজার সমিতির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।
কেরামতগঞ্জ বাজারটিতে আপনার সকল ধরনের সেবা গ্রহন করতে পারবেন। বাজারটিতে রয়েছে ১ টি মাছ বাজার সপ্তাহে সাত দিন খোলা, রয়েছে ১ টি তরকারি বাজার সপ্তাহে সাত দিন খোলা, রয়েছে ১ টি চাউলের বাজারে সপ্তাহে ৩ দিন খোলা। এছারাও রয়েছে বাজারটিতে ৩৫/৪০ টি মেডিকেল ফার্মেসী , ৮/১০ টি বড় গার্মেন্টস, ১০০/১২০ টি মুদি দোকান, ১০/১২ টি কনফেশনারী, ৮/১০ হার্ডওয়্যার দোকান, ৫/৭ টি ওয়ার্কাশপ, ৪/৫ টি মাল্টিমিডিয়া, ২০/২২ টি ইলেকট্রনিক/টেলিকম ব্যবসা, ২০/২৫ টি কাপরের দোকান, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনীয় দোকান।

মুসলমানদের  নামাজ পড়ার জন্য রয়েছে কেরামতগঞ্জ বাজার জামে মসজিদ। রয়েছে কেরামতগঞ্জ বাজার ঈদ্গাহ ময়দান

বাজারের সাথেই রয়েছে চরমাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়।  রয়েছে কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার মধ্যে রয়েছে কেরাতুলবকোরয়ান মাদ্রাসা ও বিবি হালিমা খাতুন ক্বওমী মাদ্রাসা।

সব মিলিয়ে বলা যায় ভোলা চরফ্যাশনের কেরামতগঞ্জ বাজারটি একটি আধুনিক বাজার,  একজন মানুষের সামাজিক ভাবে চলার জন্য যাযা প্র‍য়োজন প্রায় সকল কিছুই রয়েছে এই বাজারটিতে।  


কেরামতগঞ্জ বাজারের কিছু দৃশ্য

পশ্চিম রোড, কেরামতগঞ্জ বাজার
পশ্চিম রোড, কেরামতগঞ্জ বাজার
চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদ রোড

 
মসজিদ রোড কেরামতগঞ্জ বাজার


শাহীন ক্যাবল নেটওয়ার্ক মাদ্রাজ


যাতায়াত ব্যবস্থা 

কেরামতগঞ্জ বাজারটিতে বহুমুখী যাতায়াত ব্যবস্থা রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য কেরামতগঞ্জ বাজারের ব্যবসায়ী গন চরফ্যাশন, ভোলা বরিশাল ঢাকা হইতে দোকানের মালামাল সংগ্রহ করে থাকেন।
 ঢাকা- সদর ঘাট থেকে লঞ্চে করে বেতুয়া ঘাটে, বেতুয়া থেকে সরাসরি কেরামতগঞ্জ বাজারের চলে আসা যায়।
বরিশাল - বরিশাল লঞ্চ ঘাট থেকে ভোলা ইলিশা ঘাট, ভোলা বাস টার্মিনাল থেকে চরফ্যাশন থেকে কেরামতগঞ্জ বাজারে ভলে আসা যায়।
চরফ্যাশন - চরফ্যাশন থেকে সহজেই ১৫/২০ টাকা ভাড়ায় কেরামতগঞ্জ বাজারে চলে আসা যায়।
মাদ্রাজ ইউনিয়ন এর বিভিন্ন স্পট ঘুরার জন্য কেরামগঞ্জ বাজার থেকেই চতুর্মুখী যাওয়া যায়।

হাটবাজার

কেরামতগঞ্জ বাজারে সপ্তাহে ৩ দিন হাট বসে সোমবার, বুধবার, শুক্রবার। 



আর্থিক প্রতিষ্ঠান সমুহ

উল্লেখযোগ্য আর্থিক প্রতিষ্ঠান  সমুহের মধ্যে রয়েছেঃ
১. বাংলাদেশ কৃষি ব্যাংক
২. গ্রামীণ ব্যাংক
৩. আশা
৪. ব্যাংক এশিয়া 
৫. ইউসিবি ব্যাংক
৬. রেনেসা মাল্টি পারপাস
৭. দ্বীপ অঞ্চল সমবায় সমিতি
৮. কৃষক বাংলা সমবায় সমিতি
৯. সবুজ বাংলা সমবায় সমিতি

রাজনৈতিক কার্যালয় 

১. বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় 
২. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয় 

উল্লেখযোগ্য ব্যবসায়ীদের নাম

১. আবদুল হাই মিয়া- আশিক মেডিকেল 
২. মাষ্টার ফরিদ উদ্দি মালতিয়া - সততা মেডিকেল
৩. ডাঃ সিরাজুল ইসলাম - মাদ্রাজ মেডিকেল
৪. আলহাজ্ব নুর মোহাম্মদ খন্দকার - খন্দকার স্টোর
৫. আলহাজ্ব শাজাহান মালতিয়া - মালতিয়া ষ্টোর
৬. মোঃ নুরুল ইসলাম দেওয়ান - সিয়াম গার্মেন্টস
৭. হারুন অর রশিদ - জনতা ষ্টোর
৮. আবদুর রহমান স্বর্নকার -
৯. আবদুল মন্নান খলিফা - মাদ্রাজ বস্ত্রালয় 
১০. আবদুল মালেক - মিজান স্টোর





লেখক - 
আল আমিন খান (আকাশ)
এস মিডিয়া কেরামতগঞ্জ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook