FB Status Bangla About Life - Bangla FB Status Collection 2021 Sad Status

 এই পোস্টে বেশ অনেক গুলো Fb Status Bangla লেখা পাবেন। সব গুলো একবারে পড়তে মন নাও চাইতে পারে।সেক্ষেত্রে পোস্ট টা বুকমার্ক করে রাখতে পারেন। Life নিয়ে ছোট ছোট পোস্ট কবিতা ছবি এক সাথে এই পোস্টে দেওয়া আছে। 




সামান্য কারনে পোস্ট দিয়ে আত্মহত্যা করাটা এখন ট্রেন্ড হয়ে গেছে। উঠতি বয়সী ছেলে মেয়েগুলো সুইসাইডকে ফিলোসোফি হিসেবে নিতে চায়। তারা ভাবে মারা গেলে সবাই তাদের "ব্যতিক্রম" ভাববে।

ভুল। বিশেষ অবস্থা ব্যতিরেকে আত্মহত্যাকারীরা সমাজের কীট ছাড়া কিছুই নয়। এদের কোনমতে চিকিৎসা দিয়ে বাঁচাতে হবে, এরপর জুতার বাড়ি মেরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় কারাগারে আটকে রাখতে হবে বাঁকি জীবন। তাহলে জীবনের অর্থটা বুঝতে পারবে, বেঁচে থাকার স্বাদ ঠিকমতো বুঝতে পারবে।

আত্মহত্যাকারীদের জন্য কোন সহানুভূতি নয়, এদের জন্য প্রাণভরে ঘৃণা, ঘৃণা ও ঘৃণা..

- Jafran Hasan



Facebook Bangla Status About Life 2021

এ শহরে সবাই অভিনয়ে ব্যাস্ত...
কেউ ভালবাসার...
কেউ ভাল থাকার..
-মাইন্ড রিডার

Bangla FB Status Collection

অংশুমানের কিরণ দেখো,লালচে আভার দোলা
অস্তাচলের সন্ধ্যা টা থাক তোমার জন্য তোলা≈
-সিয়াম তাহসিন

বুক পকেটে নামটা যে তার ফুলের ঘ্রাণে মেশা...!
ভালোবাসার সিলমোহরে প্রেম টা এখন নেশা...!
- Foyjia Nur

অযত্নে রেখে যাবার সময় মানুষ গুলো বলে যায়, নিজের যত্ন নিও।
-লাবণ্য লিয়া
FB Status Bangla About LIFE


কেউ তোমার সমালোচনা করলে কষ্ট পেওনা
মনে রেখো,সমালোচনা সর্বদা উত্তমের হয় অধমের নয়
-রোকসানা ইব্রাহীম


আমি চিনতাম না নিজেকে
তুমি ছিলে না-তাই,
তোমার প্রেমে আমি
উন্মাদের মত উঠে এলাম,
নিজেকেই ভালোবেসেছিলাম তোমার জন্য
তোমাকে দেখে আমি বলে উঠলাম
ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি।।
~কবি।




তোমার একেকটা দীর্ঘশ্বাস
আমার বুকে পর্বত সমান।
-S Jamil


আমিও ফানুস হবো

ভিতর জ্বলছে আগুনে
উড়ছে ফানুস দিগুণে!
হাসছে মানুষ খুশিতে
উড়ছে ফানুস আকাশে।
আমিও ফানুস হবো
হৃদয় পুড়ুক,ফানুশ হবো
উড়ে বেড়াবো খোলা আকাশে
মুক্তির খুশিতে নিরবে নিভৃতে!
তবুও মানুষ হাসুক
আমি হবো ফানুস
আমি চাই সবাই হাসুক
পুড়ুক হৃদয় পুড়ুক।
-অমিত হাসান..


ভালবাসার Status ?



ভালোবাসা সেটাই,যখন বাবার পকেটের শেষ ২০ টাকা সকালে আমার হাতে দিয়ে বলতেন, 'কষ্ট করে স্কুলে সারাদিন না খেয়ে থাকবি না।

সেটাই প্রকৃত ভালোবাসা,যখন স্কুল শেষ করে বাড়িতে আসতাম ছোট বোন টিউবয়েল থেকে গোসল করার জন্য পানি এনে দিত।

আরে ভালোবাসা তো সেটাই ঈদের সময় ছোট ছোট ভাই বোন গুলো যখন ঈদের কেনাকাটা কেনার জন্য বায়না ধরত তখন আমি বলতাম পড়াশোনা শেষ করে চাকরি পেলেই কিনে দিবো চিন্তা করিস না,'বেতন পেলেই তোদের জন্য জামা কিনে দেব'!

-- সারাদিন কষ্ট করে যখন কোন রিক্সাচালক বাবা একটা মাঝারি সাইজের রুই কিনে বাড়িতে গিয়ে বলে,'খুব সস্তা পেলাম, তাই কিনলাম। আর তার সন্তানেরা যখন বলে, 'টাকা নষ্ট করার কি দরকার ছিল'? সেখানেই পূর্ণ ভালোবাসা আমার চোখে পরে।

আমি ভালোবাসার ভিন্ন মানে খুজি। তোমাদের কাছে ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার উত্তপ্ত চুম্বন। তোমরা ভালোবাসা দেখ কিশোরির উরন্ত চুলে, সদ্য ফোটা গোলাপের মত দুটি গোলাপি গালে।

আর আমি ভালোবাসা খুঁজে পাই সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে বাবা যখন বাড়িতে আসে তার ঘামে ভেজা জামা থেকে।

তোমাদের ভালোবাসা ভেজালে পূর্ন, আমার দেখা ভালোবাসা খাদহীন, একদম খাটি।

- Zaman Islam

Bangla Caption For Facebook 2021


মানব জীবনে কাউকে ভালোলাগাটা মারাত্মক ভয়ঙ্কর!!
মানুষ তার 'পছন্দের মানুষটার' আইডি তে ঘুরতে
পছন্দ করে বেশি।আইডি ঘুরে ঘুরে সে স্ট্যাটাস, প্রত্যেকটা কমেন্ট,কমেন্ট এর রিপ্লাই ফলো করে।
কবে কখন কোথায় কে কি কমেন্ট করেছিলো.
সব তার মাথায় গেঁথে যায়!

এইভাবে চলতে চলতে একদিন সে টের পায়.
'অন্য এক্টা' আইডির সাথে তার পছন্দর মানুষটার অনেক 'খাতির' জমে গেছে কমেন্টবক্সে।

.সে বুঝতে পারে এ মানুষটা বোধহয় তার পছন্দের মানুষ টার 'বিশেষ কেউ!'তখনি সে তার পছন্দের মানুষটা আইডি তে ঘুরাঘুরি করা কমিয়ে দেয়।

না না! ভালো লাগা কমেনি...

সে এখন ওই 'নির্দিষ্ট' আইডি টায় ঘুরে বেশি।
ঘুরে ঘুরে দেখে তার প্রিয় মানুষটা ওই আইডির ছবিতে কি রিয়েক্ট দিয়েছে, কি কমেন্ট করেছে।এসব দেখে সে মন খারাপ করে

তবুও তার 'অভ্যাস' পাল্টায় না।

সে প্রতিদিন দুটো আইডি তেই ঘুরে আর অনুভব করে "কাউকে ভালো লেগে যাওয়াটা ভয়ংকর একটা ব্যাপার!"
- Zaman Islam



FB Status Bangla About LIFE With Pics 2021


রাতের নিরবতারও একটা আলাদা ভাষা আছে। অনুভব করেছো কখনও?
এই নিরবতায় নিজেকে হারিয়েছো কখনও?
হারিয়ে দেখো হয়তো নিজেকে নতুন করে খুঁজে পেতে পারো
-Aklima Akter


কাউকে বোঝাতে চাইলে
আগে সেই লোকটিকে বোঝা উচিত
তাহলে আপনি তাকে তার ভাষায়
বোঝাতে পারবেন।
নিজের মতো করে কাউকে
বোঝানো উচিত না তাহলে হয়তো
হীতের বিপরীত হতে পারে।
-বৃষ্টি ইসলাম

হারিয়ে গেছি বহুদূর, ফিরার পথ জানা নেই।
আপন মানুষ পর হলে, ফিরেও কোনো লাভ নেই।

-ইমন

মানুষ জীবনে সবচেয়ে বেশি পরাজিত হন
মোহ এবং ভালোবাসার নিকট.. .
-সাদ্দাম মোহাম্মদ


বুকের ভেতর জমে আছে বিশাল নীলাকাশ,
অথচ আঁধারে রৌদ পোহাই
ধোঁয়াশায় অন্তরালে হৃদয়ের বাস।
-নিশী



➤ Bangla FB Status - Sad Status Bangla


১. কিছু মানুষ তোমাকে 'চার্জার' এর মতো ব্যবহার করবে! দরকারের সময় তুমি ই সব, দরকার শেষ তো 'তুমি কে?'

- এদের থেকে দূরে থাকুন। ভাল সম্পর্ক রাখুন কিন্তু লিমিট এর মধ্যে। নিজেকে বিলিয়ে দিয়েন না।

২. অল্প দিনে অধিক ভালোবাসা দেখানো লোক থেকে সাবধান! যার অল্পদিনে আবেগ বেশি আসে, তার আবেগ চলে যেতেও সময় লাগেনা!

- অতিরিক্ত সব কিছুই খারাপ। অল্প দিনে অতিরিক্ত ভালবাসাও খারাপ হবে এটাই স্বাভাবিক। অবশ্য প্রেম ভালবাসা এমনিই খারাপ। আর অন্য সম্পর্কে অল্পদিনে ভালবাসার কথা কম ই আসে।

৩. ধুপধাপ খারাপ কথা বলে ফেলা লোকজনের মনে ভেজাল থাকে নাহ!

- মনে ভেজাল থাকবে কেমনে? সব ভেজাল তো মুখেই প্রকাশ করেই দিচ্ছে। এদের মনে ভেজাল নাই কথাটা ঠিক না, আসলে এরা মন বাহিরে একই খারাপ। বাইরে ভাল ভিতরে খারাপ এমন না। তবে এরাও সুবিধার না। যার মুখই ঠিক নাই তার মন কেমন ভাল হবে বুঝেন।




৪. যে মেয়ে একই সাথে তুমি আর তোমার ফ্রেন্ডের সাথে খুব খাতির রাখবে, মনে রেখো তার খাতির টা লোকদেখানো!

- এই মেয়ে সুবিধাবাদি সুযোগ সন্ধানী আরকি। যে বেশি সুযোগ সুবিধা দিবে তারই কাছে ভিড়বে। এদের আপনি উচু মানের চরিত্রহীন বলতে পারেন।



৫. কিছু মানুষ এর ভাগ্যে লেখা থাকে "তুমি অন্যদের প্রেমের যাবতীয় সমস্যা দূর করবা । সম্পর্ক ঠিক হলে তুমি ক্রেডিট পাবা না । আবার সম্পর্ক খারাপ হয়ে গেলে দোষ তোমার!"

- প্রেম নিজেই একটা বিষ। বিষের কাজে সাহায্য করে মধু আশা করা বোকামি। আজ থেকে এইসব প্রেম ভালবাসা ঠিক করা থেকে দূরে থাকুন।

৬. যারা খুব পড়ালেখা করে তারা সুযোগ পেলেই অন্যদের বলে "আমি কিচ্ছু পারিনা, আমাকে দেখাইস!"

- এদের ডাকনাম আতেল। এই কথা ওরা বলে কারন ওরা নিজেদের পড়ালেখা নিয়ে কনফিডেন্ট হতে পারেনা। শেষ করেও মনে হয় শেষ করতে পারলাম না।

৭. সুন্দরীরা সত্যিকারের ভালোবাসা কম ই পায়! এর পিছনে দায়ী তাদের সৌন্দর্য!

- আপেক্ষিক। অনেকেই আছে অই সুন্দরীর সৌন্দর্য এর চেয়ে তার আচার ব্যাবহার কে ভালবেসে বিয়ে করে।

আর সুন্দরীরা তো কিছুদিন পড়ে সৌন্দর্য হারিয়ে ফেলে, তবুও তাদের আপন জন থাকে। কীভাবে?

তবে অহংকারী সুন্দরীদের কথা ভিন্ন।


৮. প্রেম করার আগে যে বলে "আমি তোমার শরীর চাই না, মন চাই" সে আসলেই শরীর চায়!

- বিয়ের আগে প্রেম মানেই শরীর। এখানে দায়িত্ব কর্তব্য বলতে কিছুই থাকেনা। থাকে শুধু ফ্যান্টাসি।
প্রেমে পড়েই শরীর এর কোন অংশ দেখেই।
খুবি ভাল ব্যাবহারের মেয়ে কিন্তু মুখে Acid এর ক্ষত এমন কারো প্রেমে কে পড়ে? কইজন পড়ে?

ফেসবুক স্ট্যাটাস বাংলা ২০২১

১০. অতী লয়্যাল থাকার একটা অসুবিধা হচ্ছে তুমি ধোঁকা খাবা! অন্যের সততা নিয়ে খেলতে সবাই কমবেশি ভালোবাসে!
- অতি সব ই খারাপ। অতি লয়্যাল হওয়ার দরকার কি?
নিজের ভাল তো পাগলও বুঝে তাইনা?

১১. 'সবাই এক না' বলা মানুষ গুলাও একটা সময় অন্য সবার মতো এক হয়ে যায়!
- সবাই এ দিনশেষে মানুষ। সুতরাং সবার মাঝেই কিছু কমন ব্যাপার থাকবেই। প্রতারিত হওয়া প্রতারিত করা এইসব কমন।

১২. এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভাঙ্গে 'মন!'
- তাইলে সব চেয়ে বেশি গড়েও উঠে মন। ভাঙ্গা মন বেশিদিন ভাংগা থাকেনা। একবার ভাঙ্গা মন আর জোড়া লাগেনা এগুলো গল্পের বই আর নাটকে চলে বাস্তবে সময় স্রত আর মন বসে থাকেনা। ভাঙ্গে গড়ে।

Alone Status Bangla - Alone Boy Status Bangla


"তুমি হবে "

আমি বরং লেখিকা হবো,
তুমি হবে নিশুতির চন্দ্রমা।

জানোতো চাঁদের হিরকচূর্ণ সৌন্দর্য ভীষন পছন্দ লেখিকার!
আমি তোমাকে নিয়ে কবিতা লিখবো,
লেখা- Halimatun Nihu

তুমি মোমবাতি সাজিয়ে রেখো,
এমনি কোন এক হিমেল দিনে....
আমি গোধূলি সওদা করে,
বাড়ি ফিরব দেশলাই কিনে...
_Emu

Funny Bangla Images - koster pic

কিছু ভাবনার শেষ নেই,
কিছু কথার সমাপ্তি নেই,
কিছু ব্যথার ওষুধ নেই,
কিছু ইচ্ছার পূর্ণতা নেই,
কিছু চাওয়ার পাওয়া নেই,
কিছু অশ্রুর নিমেশ নেই,
কিছু আকাঙ্ক্ষার সম্পূর্ণতা নেই,
তবুও অবচেতন মনে আমরা সবাই স্বপ্ন বুনে যাই!
বেলা শেষে সেই স্বপ্নের পূর্ণতা কয়জনা আর পাই?
সেখানে হাহাকারে মিলিয়ে যাই,
তথাপিও স্বপ্নের স্বাদ খুঁজে বেড়াই।
প্রত্যাশা 
- Rafiyatul Nur

ফেসবুক প্রোফাইল পিকচার ক্যাপশন : ফেসবুক স্ট্যাটাস ২০২১


সবাই আপন হয় না, আপন হওয়া এত সোজা না।
আমরা অল্পতেই ভেবে বসি এই বুঝি আমরা আপন হয়ে গেছি।কিন্তু কে আপন কে পর তা বুঝা যাবে জীবনের কয়েকটা মোড়ে ।




➤মানুষ স্বাভাবিক ভাবেই ভালবাসার কাঙ্গাল। মানুষ ভালবাসবে এটাই নিয়ম।


➤আপনি নিজে যদি নিজের কাছে মূল্যবান না হোন তাহলে অপর মানুষ আপনাকে মূল্যায়ন করবে এই আশা ছেড়ে দিন। নিজেকে আগে মূল্যায়ন করতে শিখুন।


Sad Status Bangla 2020


➤আমরা দুনিয়ায় আসছি আল্লাহ্‌র জন্য, দুনিয়া ছাড়বো তাও আল্লাহ্‌র জন্য।
তাই সুখে দুঃখে সব সময় আল্লাহ্‌ কে স্মরণ করুন।


➤মাঝে মাঝে কাদতে হয়। কাদলে মন হাল্কা হয়। নিজেকে নতুন করে উঠে দাড় করানোর শক্তি পাওয়া যাই। তবে কান্নার একটা লিমিট আছে।


বাংলা রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস ২০২০  - Bangla Attitude Status For Facebook


ঐ যে বললাম, কান্নার একটা লিমিট আছে।
যেখানে কান্নার দাম নেই সেখানে কান্না করে নিজের চোখের পানির অপচয় করার মানে নেই।
বিয়ে করুন, জীবন সাথি কে ভালবাসুন তার সাথেই হাসুন তার সাথেই কাদুন।


মানুষ বদলাবে এটাই স্বাভাবিক। আপ্নিও বদলান কিন্তু তা আপনি বুঝেন না, অপরজন বুঝে। তাই বদলানোতে দুঃখ পেতে নেই


আল্লাহ্‌ কে ভালবাসুন। তার জন্যই বন্ধুত্ব তার জন্যই শুত্রুতা এই নিয়মে জীবন চালনা করুন।
ঠকবেন না ইনশাল্লাহ।


➤ ভালবাসা বলতে আমি তোমায় বুঝি।


তোমার গায়ের রং কিংবা
তোমার গঠন
আমাকে মুগ্ধ করে নি কখনওই।
কিন্তু, তোমার নিঃশেষিত আওয়াজ

প্রথম তোমাকে ভালবাসতে বাধ্য করেছে।
আমি কিন্তু তোমার প্রেমেও পরিনি।
তবে,ফোনের ওপার থেকে তোমার হাসির শব্দ শুনে,
ঠিক তৃপ্ত হই।

আমারা হয়ত অন্য সবার মতো
ঘণ্টার পর ঘণ্টা ফোনালাপ করতে পারি না,
কিংবা ভালবাসার আত্নপ্রকাশের জন্য
এখানে সেখানে ঘুরে বেড়াতে যাই না।

মাঝে মাঝে এতে কিন্তু আমার খুব মন খারাপ হয়,
কিন্তু পরক্ষণেই মনে পরে,
হাজার ব্যস্ততার পর দিন শেষ এ,
তুমি হাসো,কথা বলো, আমাকে জানতে চাও।

ভালবাসার আত্নপ্রকাশ কি এটা নয়?
মাঝে মাঝে আমাদের মিষ্টি ঝগড়া কিন্তু
আমাকে খুব অভিমানি করে,
তবে সে সব সেই তোমার ভালবাসার কাছে হেরে যায়।
তোমার সব ছোট ছোট কথা দিয়ে

কবিতা লিখতে ইচ্ছে হয়।
কিন্তু আমি সেই অনুভূতি গুলির ব্যাখ্যা কি করে দেই?
আচ্ছা তুমি কি পন করেই রেখেছ,
আমি অভিমান করলে তুমি আমাকে হাসাবেই?

তোমার ভালবাসা প্রকাশের ধরণ হয়ত আলাদা,
কিংবা তুমি চেপে রাখতে চাও।
আমিও কিন্তু খুব পারি।
অনুভূতি গুলি তোমার মতোই প্রকাশ করতে নারাজ।

কিন্তু কই সেই তো তুমি সব বুঝে যাও।
তাই বুঝি খুব বড়াই করে বলও""

""আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না,

আর আমিও""..
হা হা হা,
তোমাকে কি পাগল বলে সম্মোধন করবো?
হুম আমি যাই বলি না কেনও,

সব কথার ভিড়ে এটাই বুঝে নিও,
ভালবাসা বলতে আমি তোমায় বুঝি।

- রিজুয়ানা শিকদার ছোটন


Bangla Facebook Status Collection

  • bangla attitude status for facebook
  • fb status bengali attitude 
  • bangla romantic status
  • fb status about life
  • alone status bangla
  • bangla love status 
  • bangla funny status

FB Status Bangla About LIFE 2020



Bangla Caption Status For Facebook


  • fb status bangla about life
  • fb status bengali attitude
  • bangla attitude status for facebook
  • facebook bangla status about life
  • bangla funny status
  • bangla romantic status
  • bengali caption for fb dp
  • smile status in bengali

Bangla FB Status Collection - Bangla Attitude Status For Facebook 2020


➤"আমি তোমার ভালোবাসার পেছনে ছুটতে গিয়ে, তোমাকেই হারিয়ে ফেলেছি।"
 - Reva


বাংলা ফেসবুক স্ট্যাটাস ২০২০ - Bangla FB Status Collection 2020


➤যদি ভুল করেও ভালোবেসে থাকো,

তবে, ভুল করেই করিয়ো স্মরণ..

যদি ভুল করেই, অবহেলার নাও ভাসাও

আমিও স্বেচ্ছায় গা ভাসাবো আমরণ..।

---অগ্নিলা অনন্যা



➤অনেক কোলাহলেও আমি শান্ত হয়ে চুপ....

জানো ত??,এতো ভীড়ের মাঝেও আমি একলা থাকি খুব!!!

-Fatuous



➤একদা, দুজনে মিলে সাজিয়েছিল এক স্বপ্ন তরী

আজ স্বপ্ন আছে.. শুধু তরী গিয়েছে বিষাদে ভরি

__ নীরা🍁


"এমন যদি হতো"

এমন যদি হতো,

বিনা ঘুষে বিনা তদবিরে

যোগ্য প্রার্থীর চাকুরীটা হয়ে যেত।

এমন যদি হতো,

ইভটিজাররা মা-বোনকে সসম্মানে

তার বাড়ি পৌঁছে দিতো।

-----হুমায়ুন কবির জুয়েল


তুমি নিস্তব্ধ হয়ে থেকো না....

আমার বড্ড ভয় করে...

যদি তুমি হারিয়ে যাও...

____নিশাচর


Bangla Kobita - বাংলা কবিতা কালেকশন 


শৈশব - অভ্র ওয়াসিম
শৈশব হলো বৃষ্টির মত

বিশুদ্ধ স্ফটিক নির্মল চঞ্চল।

ছুটছে খেলছে হাসছে অশান্ত

প্রশ্ন ও জানার আগ্রহে অবিচল।

মায়ের বকুনি বাবার শাসন

সান্ত্বনা খুঁজে পায় বোনের আদর।

বৃষ্টিতে ভেজা অবাধ্য মেজাজ

বন্ধুর প্রতি ভালোবাসা নিরন্তর।

লুকিয়ে কত কিছু করি

মনের খেয়ালে অপরাধ ভুলে।

শৈশব কালে হাজার কৌতূহল

জীবনের মধুর সময় ফুলে ফুলে।

০৬.১২.১৯, সকাল ১১:১৫ ঢাকা


কথা হবেনা আর আগের মতো যদিওবা হয় দেখা,

যান্ত্রিক এই শহরে সবাই দিনশেষে খুব একা।

©তামিম


কষ্টগুলো, দিনের বেলায় ঝিমিয়ে থাকে,

ব্যস্ত সময়ের সাথে।

রাতের বেলায় জেগে উঠে,

স্মৃতি উস্কে দিতে..।

---অগ্নিলা অনন্যা


অবসরের অজুহাতে

নির্জন করিডরের শূন্যতায়

অপেক্ষাদের বসবাস,

আমি কবি নই, প্রেমিকও নই

মস্তিষ্ক আর হৃদয়ে কেবল

শব্দের চাষ-বাস, অনুভূতির হায়হুতাশ!!

সুপ্ত সমীকরণ(সাঈদ)



 অব্যক্ত কথা
~নাইম~

আজও পারিনি বলতে

তোমায় ভালোবাসি কথাটি,

মনের মাঝে কষ্ট রাখি

তাই প্রতি দিবা-রাত্রি।

আজও পারিনি সামনে বসে

ভালবাসার নানান কথন,

তোর ছবিটির সাথেই তাই

আজ করতে হয় প্রেমালাপন।

আজও পারিনি হাতে হাত

রেখে কিছুটা পথ চলতে,

আজও পারিনি সবদ্বিধা ভুলে

তোর হৃদয়ে ঠাই পেতে।

আজও পারিনি বুঝতে আমি

ভাবিস কি আমায় নিয়ে,

তোর কথা ভেবে মনটা কাদে

আমি কষ্ট নিলাম কিনে।

সব ভুলে কাছে আসো মোড়

ভালোবাসো তুমি আমায়,

হৃদয় মাঝে তোমার স্বপ্ন

আজ তারা করে বেড়ায়।

উৎসর্গঃ স্বপ্নের রাজকন্যা।



--ইচ্ছে করেনা---
রাশেদুল ইসলাম

এই শোন না গো?

আমার না আর ইচ্ছে করেনা!

মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করেনা"

খুব ইচ্ছে করে,

পাখি হতে ভোরের পাখি

যে পাখি ডাক পেরে পেরে --

সুন্দর একটি ভোর এনে দেয়!

ওমন পাখি হতে ---

মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করেনা।

~~~~মানুষ কত নিষ্ঠুর হয় জানো?

খুব ইচ্ছে করে,

সূর্য হতে!

এক আলোক শক্তি সূর্য

যে সূর্য হেসে উঠে --

একটা সুন্দর সকাল এনে দেয়!

ওমন সূর্য ""

আবার একটু বেলা পরলে

কড়া তাপে পুরিয়া দেয় কত রঙিন,

ওমন করে পুরিয়া দিতে চাই অমানুষিক আত্মাদের---

সূর্য আবার এনে দেয় কি সুন্দর দিন!

আমার মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করেনা।

~~~~মানুষ খুব অমানুষ হয় জানো?

মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করেনা আর?

খুব ইচ্ছে করে,

বৃক্ষ হতে!

আমার বৃক্ষের মত শাখা থাকবে,

প্রশাখা থাকবে, ডাল থাকবে

সবুজ সবুজ পাতা ও থাকবে।

আমার মানুষকে ছায়া দেবার শক্তি থাকবে,

ফুল দেব, আরো দেব ফল,

আমি মানুষ কে নিশ্বাস দেব --

দেব বাঁচিবার বল।

ওমন বৃক্ষ হতেই ইচ্ছে করে!

আমার আর মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করেনা।

~~~~মানুষ কত পশু হয় জানো?

খুব ইচ্ছে করে,

আকাশ হতে!

বিশাল আকাশ ---

মাথার উপরে যে আকাশ টা আছে ওমন আকাশ!

ঐ আকাশের মত সাদা মেঘ থাকবে,

ধূসর,বিষন্ন, গোধূলি, হতে পারবো,,

বিদ্যুৎ চমকানোর শক্তি থাকবে

বৃষ্টি দেবার ক্ষমতা থাকবে "

মন চাইলে সময় শেষে

আঁধার কালো হয়ে যাবো!

সেখানে তাঁরা দের মেলা থাকবে,

রংধনুর খেলা থাকবে!

কুট কুটা কালো থাকবে,

আবার জোৎস্নার আলো থাকবে।

ওমন আকাশ ----

আমার না মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করেনা।

~~~~মানুষ কতটা পাপি হয় জানো?

ইচ্ছে করেনা,

ইচ্ছে করেনা,

[আমার আর মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করেনা ]



➤ তুমি - হাসান আলি 
বয়স আমার কম হলো না

এখনো হলো না তুমি

এ দুনিয়ার বাঁচার অধিকার

কেন দিলা ভূমি ?

সবারী তো তুমি আছে

আমার কেন নাই

ছাএ জীবনে তুমি ছাড়া

ভবিষ্যত কিভাবে গড়াই .?

ছাএ জীবনে যদি থাকি তো তুমি

তুমি র জন্য গড়তাম আমি

এই দুনিয়ার ফসল উৎপাদনের ভূমি।

তুমি ছাড়া এই জীবনে

নাইরে কোন দাম

তুমি ছাড়া নিঃস্ব আমি

এই দুনিয়ার উপর ।

তুমি আমার সব

তুমিই আমার সবি

তুমি আমার এজীবনে

বাঁচার অধিকার।

তুমি আমার এজীবনের পথ

তুমি আমার এজীবনে চলার পথে

সঙ্গী সুখের রদ।

তুমি আমার এজীবনের তরে

তুমি আমার মন

তুমি আমার পণ

তুমি ছাড়া এজীবনে

সবি আমার পর

তুমি আমার চিন্তা

তুমি আমার ভাবনা

তুমি ছাড়া এজীবনে সবি

তুমি আমার রঙ্গ

তুমি আমার মঞ্চ

তুমি ছাড়া জীবন আমার ধ্বংস।।

চলার পথে ফেরার পথে

তুমি যদি থাকো পাশে

বিপদ আমার আসবে না আর

ধারে কিংবা কাছে।।

তুমি আমার মন

তুমি আমার শন

তুমি আমার এজীবনে

অধ্যবসায় আর অন্বেষণ।।

লেখক : হাসান আলী - প্রাণিবিদ্যা বিভাগ, লালমনিরহাট
 তারিখ :-৩১/১০/২০১৯


বাংলা ছোট স্টেটাস


তুমি কাউকে কষ্ট দিয়েছো কিছুদিন পর ভুলে যাবে,, কিন্তু যাকে কষ্ট দিয়েছো সে তা সারা জীবন মনে রাখবে।।
-Jannatul Ferdusy Smrity 


আজ থেকে দু'শ বছর পর।
তখন হয়তো সেলোয়ার কামিজ পরা কোন মেয়েই দেখা যাবেনা; শাড়ি সেখানে কল্পনাতীত।

নারী-পুরুষের মাঝে থাকবেনা পোশাক কিংবা চলাফেরার তফাৎ।

মেয়েদের বয়কট চুল আর আজব সব কসমেটিকসের বাহার!

ঠিক তখনি যদি প্রথম দেখা হয় আমাদের!

কোন এক অত্যাধুনিক কলেজ ক্যান্টিনে বসে আমি কফি খাচ্ছি; গায়ে কালো শাড়ি, হাতে চুড়ি আর চোখভরে কাজল পড়ে আমি বসে আছি ঠিক তোমার সামনেই।

তখন কী তুমি বাকি সব লোকের মতো আমাকে দেখে নাক সিঁটকোবে?

তখনও কী তোমার জীবন সাথী হিসেবে আমাকেই বেছে নেবে?

আমার চোখের তারায় প্রেমের কবিতা তখনও কী খুঁজবে?

একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে রোজ বসে থাকবে, আমার অপেক্ষায়?

ঠিক দু'শ বছর পরও এমনভাবেই ভালোবাসবে আমায়?

দু'শ বছর পর

কলমেঃ আসমা আক্তার



দুরত্ব ?কতই দুরে যাবি তুই?

এক কিলো?
শত মাইল?
হাজার ক্রোশ?
লক্ষ যোজন?

দুরত্ব টা হৃদয় থেকে এক মিলিমিটার ও নয়
এখানেই যে বসবাস তোর,

মনে রাখিস?
এখানেই রেখে যাচ্ছিস তোর অই "মন"।

- রমা


সুখের-সারি  - Shifat Talukdar Shaun

আমার একটা শক্ত হাত চাই,

যে হাত আমাকে শক্ত করে আঁকড়ে রাখবে সারাজীবন।

শত ঝড় ঝঞ্ঝাট, বাঁধা বিপত্তিতে,

কখনো সে হাত ছাড়বে না আমার হাত।

আমার একটা ভালোবাসা ভরা বুক চাই,

যে বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমাব আমি,

সে বুক পরম মমতায় আগলে রাখবে আমাকে।

আমার দুটো মমতায় ভরা চোখ চাই,

যে চোখ দেখবে শুধু আমাকেই।


➤গোধূলি বেলায়
তোমার বাস্ত জীবন ফাঁকি দিয়ে সময় করে এসো একদিন আমার কাছে,

তোমায় চাঁদ ও রাতের গল্প শোনাবো_

তুমি জানবে সেদিন কেমন করে রাতের বুকে একটু একটু করে চাঁদ আলো ছড়ায়; তুমি তো জানোই না রাতের আকাশটা জো্ৎসনা ছাড়া কতটা বেমানান!

তুমি না হয় অবসর পেলে এসো

যখন ব্যস্ততা তোমায় আর বাধা দিবেনা

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

Facebook