চর মাদ্রাজ হাজির হাট রাস্তার মাথা মেঘনা নদীর পারে ইফতার পার্টি

 চর মাদ্রাজ হাজির হাট রাস্তার মাথা মেঘনা নদীর পারে ইফতার পার্টি 

চর মাদ্রাজ হাজির হাট রাস্তার মাথা মেঘনা নদীর পারে ইপতার পার্টি

প্রতি বছরের মত এবছরও রমজান মাসে, ১৯ শে রমজান, বন্ধু কাকু, ছোট, বড় ভাইয়েরা মিলে ইফতার আনন্দ উপভোগ করার প্রচেষ্টায় চর মাদ্রাজ হাজির হাট রাস্তার মাথায় মেঘনা নদীর পারে এক ইপতার পার্টির আয়োজন করা হয়, ইপতার পার্টিতে সভাপতিত্ব করেন মোঃ মনির হোসেন ও বিশেষ অতিথির দায়িত্ব পালন করেন মোঃ মামুন হোসেন এবং মাওঃ দেলোয়ার হোসেন মাদ্রাজী । আরো উপস্থিত ছিলেন মোঃ মোতালেব ডিলার, মোঃ নজরুল ইসলাম শিকদার, আমি মোঃ আল আমিন, মোঃ আরিফ হোসেন, মোঃ তারেক আজিজ ও ডাঃ সাইফুল ইসলাম (ডেন্টাল কেয়ার)।

একটু কষ্ট হলেও সবাই মিলে ইফতার করার মজাই আলাদা

আমরা প্রথমে কেরামতগঞ্জ বাজার থেকে ইফতার করার উদ্দেশ্যে হোন্ডা যোগে চৌমুহনি মোর হইতে বেড়ি (দক্ষিণ দিকে) দিয়ে হাজিরহাট রাস্তার মাথায় পৌছাই। সেখানে  বেড়ীর বাহিরে অর্থাৎ নদীর পারে ইফতার তাই বেড়ী থেকে নামলাম পানি থাকার কারনে জুতা গুলো হাতে নিয়েই হাটতে লাগলাম, রাস্তার উপর পানি ও খালের উপরের সাকো পার হয়ে বিভিন্ন ঝোপ ঝার দিয়ে নদীর পার অবস্থান নিলাম এবং আমাদের কার্যক্রম শুরু করলাম। ইপতার শেষ করলাম , ইপতার শেষে সবাই নামাজের জন্য অজু বানিয়ে  অবস্থান নিলাম।

নামাজ

চর মাদ্রাজ হাজির হাট রাস্তার মাথা মেঘনা নদীর পারে ইপতার পার্টি


মাওঃ দেলোয়ার হোসেন মাদ্রাজীর ইমামতিতে আমরা সবাই মাগরিব এর নামাজ মেঘনা নদীর পারেই শেষ করলাম।

সবশেষে একটা কথাই বলবো সবাই মিলে ঘুরতে যাওয়া বা ইফতার পারর্টি করার মজাই আলাদা। 

অবশেষে সবাই নিজ কর্মস্থলে যোগদান করলাম।

লেখক - 
আল আমিন খান (আকাশ)
এস মিডিয়া কেরামতগঞ্জ 

ছবি




ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook