Asmane Zaio Na re Bondhu lyrics | আসমানে যাইওনারে বন্ধু lyrics | Pagol Hasan | s media tv

 Asmane Zaio Na re Bondhu ( আসমানে যাইওনারে বন্ধু ) lyrics | Pagol Hasan

Song: Asmane Jaionare Bondhu

Singer: Pagol Hasan

Lyrics & Tune: Pagol Hasan

গানঃ আসমানে যাইওনারে বন্ধু

কন্ঠশিল্পীঃ পাগল হাসান

লিরিক্স এবং টিউনঃ পাগল হাসান


আসমানে যাইও নারে বন্ধু গানের লিরিক্স । Asmane Jaio Na Re Bondhu Lyrics


 আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়!!
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়!!
বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও!!
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

ও বন্ধুরে.........
সতী নারীর পতি যেমন পর্বতেরই চূড়া
অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গোড়া!!
তুমি নায়ের গলই হইও রে বন্ধু
নায়ের গলই হইও!!
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও!!
ও বন্ধুরে.......

না করিয়া পাগল হাসান কূল কলঙ্কের ভয়
প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময়!!
তুমি দয়াময়ী হইও রে বন্ধু
দয়াময়ী হইও!!
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও!!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন