কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ।। keramotgonj high school

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিয্যবাহী প্রতিষ্ঠান। এই বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সংখ্যা প্রায় ৬০০/৭০০ জন। বিদ্যালয়টির বর্তমান শিক্ষার হার ৯৭.৫০% । 

বিদ্যালয়ের প্রারম্ভ:

কখন, কীভাবে এবং কোন তারিখে অত্র প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল তার সঠিক দিন-তারিখ পাওয়া যায় না। সময়ের আবর্তনে প্রাচীন সব নথিপত্র পাওয়া যাচ্ছে না। তবে একথা সর্বজন স্বীকৃত যে, ১৯৬৪ সালে এখানে প্রতিষ্ঠানটির সূচনা হয়েছিল। বিদ্যালয়ের রেকর্ডপত্রে এ সালটি পাওয়া যায়।  সেদিন স্থানীয় সচেতন ব্যক্তিরা এ স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শিক্ষা প্রসারের সুযোগ পেয়েছিলেন।


ক্রমে শিক্ষা-দীক্ষার প্রসার ও আধুনিক শিক্ষার ছোঁয়াইয়ে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোর উন্নয়ন হতে থাকে। তাই কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে  আধুনিক বিদ্যালয়ে রূপদানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এবং কমিটির সদস্যবৃন্দ সক্রিয় হন। 



কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালযয়ে শিক্ষক ছিলেন/আছেন তাঁদের একটি তালিকা নিম্নে প্রদত্ত হল :


১। জনাব মোঃ সামছল আলম মিয়া – প্রধান শিক্ষক (মৃত)

২। মোঃ হারুন অর রশিদ - প্রধান শিক্ষক (অবসর প্রাপ্ত)

৩। মোঃ রশিদ মাষ্টার - সহকারী শিক্ষক (অবসর প্রাপ্ত)

৪। জনাব বাবু বিরেন্দ্র মজুমদার – সহকারী শিক্ষক (অবসর প্রাপ্ত)

৫। জনাব আবদুস শহিদ – সহকারী শিক্ষক (অবসর প্রাপ্ত)

৬। বাবু বিরেন্দ্র লাল দাস – সহকারী শিক্ষক (অবসর প্রাপ্ত)

৭। জনাব আবদুল মজিদ মিয়া - সহকারী শিক্ষক (অবসর প্রাপ্ত)

৮। জনাব মোঃ তরিকুল ইসলাম – প্রধান শিক্ষক

৯। জনাব মোঃ ইউসুফ আলী - সহকারী প্রধান শিক্ষক (মৃত)

১০। জনাব মোঃ জাব্বার খালেদ রিমন - সহকারী শিক্ষক

১১। জনাবা জাকিয়া খানম - সহকারী শিক্ষক

১২। জনাব মাওঃ নাছির উদ্দিন - সহকারী শিক্ষক

১৩। জনাবা মরিয়ম বিবি - সহকারী শিক্ষক

১৪। জনাবা জয়েন্তী দেব নাথ - সহকারী শিক্ষক

১৫। জনাবা সুয়িয়া খানম - সহকারী শিক্ষক

১৬। জনাব মোঃ জসিম উদ্দিন - সহকারী শিক্ষক

১৭। জনাব মোঃ গিয়াস উদ্দিন - সহকারী শিক্ষক

১৮। জনাব মোঃ সামছুল আলম – শিক্ষক/কেরানী - (অবসর প্রাপ্ত)

১৯। জনাব রাশেদুল হোসাইন নিজান - অফিস সহকারী কাম কম্পিউটা অপারেটর

২০। জনাব শাহীন আলম - অফিস সহকারী

২১। জনাব আবু জাহের মোল্লা - এমএলএস



শ্রেণী কক্ষ ও দালান:

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালে বিদ্যালয়টি ১টি টিনের ঘর ছিল বলে জানা যায়। ১টি দালানে ০৩টি শ্রেণী কক্ষ, ১টি প্রধান শিক্ষক কক্ষ, ১টি পাঠাগার এবং শিক্ষকদের জন্য ১টি কক্ষ বরাদ্ধ ছিল।


বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকের নাম:

০১। জনাব সামছুল আলম- (হেড মাষ্টার) মৃত (অবসর প্রাপ্ত)

০২। মোঃ হারুন অর রশিদ - (হেড মাষ্টার) (অবসর প্রাপ্ত)

০৩। মোঃ তরিকুল ইসলাম - (হেড মাষ্টার) (বর্তমান)



বিদ্যালয়ের ভূমি সংক্রান্ত তথ্য: 

বিদ্যালয় প্রতিষ্ঠাকালে জমি দাতা ছিলেন নিম্মোক্তগণ-

*মরহুম নাদের আলী মাঝী

*মরহুম সদর আলী মাঝী 


কেরামতগঞ্জ মাধ্য্যমিক বিদ্যালয় সাথে জড়িত ব্যাক্তিগণ-

১। মরহুম আনিছুর রহমান সেক্রেটারী

২। মরহুম আলহাজ্ব রহমত আলী জমাদার

৩। মরহুম আলহাজ্ব সফি উদ্দিন


পাঠাগারের কথা:

অত্র বিদ্যালয়ে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, সকল ধর্মীয় পুস্তক, প্রাচীন ভৌগলিক জ্ঞানের বই, ইংলিশ মিডিয়ামের প্রাচীন সকল বিষয়ের বই, উপন্যাস, রবীন্দ্র-নজরম্নল রচনাবলীসহ প্রচুর পুস্তক ভান্ডারে পূর্ণ অত্র পাঠাগার। অধিকন্তু রামু হাইস্কুলের প্রদত্ত প্রাচীন পুস্তকসহ বর্তমানে প্রায় ৮ হাজারাধিক পুস্তক রয়েছে পাঠাগারে।

এছাড়াও রয়েছে শিক্ষার্থীদের  জ্ঞান পচির্যার জন্য বিভিন্ন ধরনের আসবার পত্র ও সরঞ্জামাদী । যা পাঠদানে ছাত্র/ছাত্রীদের বাস্তব অভিক্ষতা বৃদ্ধি পেতে সহায়তা করবে।

শহীদ মিনার:

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সঠিক অবকাঠামোর উন্নয়ন হয়। স্বাধীনতা পরবর্তীকালে বিদ্যালয়ে শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়ের বিদ্যালয়ের পশ্চিম দক্ষিন কোনে শহিদ মিনার টি অবস্থিত।

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ:

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার জন্য রয়েছে ১৩০ ফুট দৈর্ঘ্য ১০০ ফুট প্রস্থ একটি খেলার মাঠ। খেলার মাঠটি বিদ্যালয়ের সামনেই অবস্থিত । মানষিক বিকাশের জন্য খেলার মাঠেই ছাত্র/ছাত্রীদের জন্য বাৎসরিক খেলার আয়োজন করা হয়ে থাকে। 


যাতায়াত ব্যবস্থাঃ

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় টি চর মাদ্রাজ ইউনিয়ন এর প্রান কেন্দ্রে অবস্থিত। এই বিদ্যালয়টি বরিশাল শিক্ষা বোর্ডের অধিনস্থ। 

বরিশাল থেকে ভোলা বেদুরিয়া ঘাট- ভোলা বাস স্টান - চরফ্যাশন সদর - কেরামতগঘঞ্জ বাজার।

চরফ্যাশন উপজেলা থেকে বোরাক/হোন্ডা/সিএনজি/অটো ইত্যাদির মাধ্যমে ২০/৩০ মিনিটের মাধ্যমে চর মাদ্রাজ ইউনিয়ন কেরামতগঞ্জ বাজারে পৌছে যাবেন। আর কেরামতগঞ্জ বাজার সংলগ্ন উত্তর পাশেই বিদ্যালয়টি অবস্থিত।

ফটো গ্যালারীঃ 

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ।। keramotgonj high school

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ।। keramotgonj high school

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ।। keramotgonj high school

কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ।। keramotgonj high school



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন