এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা lyric হৃিদয় স্পর্শীয় মন ঠান্ডা করা গজল

 

এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা


Lyric & Tune : Abul Kalam Azad
Singer : Resaul Karim
Compose : Shamim Mahmud
Colore : Abu Taher
Camera & Edite : Rashedul islam jihad
Director: Shamim Mahmud
Record Lebel:Nasheed Studio

এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা,,,, সকল গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানা (ঐ) যে মরন হওয়ার আগে ছারতে হবে ঘর,,,,, মরনের সুনলে কথা আপনরা হয় পর। যে মরন হওয়ার আগে চিকিৎসাও নাই,,,, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায় শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না,,,,, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। ( (ঐ) দুইবার) যে মরন লাশ হলে কেও চায়না গোছল দিতে, আসেনা ছেলে বাবার কফিন কাধে নিতে,। জানাজা দাফন কাফন ভাগ্যে জদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়...... এই পাপিদের কঠিন ইন্তেহানে ফেলো না্্্ মালিকএই পাপিদের কঠিন ইন্তেহানে ফেলো না। ( (ঐ) দুইবার) এমন মরন মাওলা তুমি কওকে দিওনা (৪বার)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook