আজ পাশা খেলব রে শ্যাম lyrics | Aj Pasha Khelbo Re Sham lyrics by সেলিম চৌধুরী | Salim Choudhury

 আজ পাশা খেলব রে শ্যাম lyrics | Aj Pasha Khelbo Re Sham lyric

ও শ্যামরে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আজ পাশা খেলবো রে শ্যাম।

একেলা পাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথায়
চৌদিকে ঘিরিয়ারে রাখবো
সব সখি সনে
আজ পাশা খেলবো রে শ্যাম।

আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়
ছিটাইয়া দাও ছোঁয়া চন্দন
ঐ রাঙ্গা চরণে
আজ পাশা খেলবো রে শ্যাম।

দীনহীন আর যাবে কোথায়
বন্ধের চরণ বিহনে
রাঙ্গা চরণ মাথায় নিয়া দীন হীন কান্দে
আজ পাশা খেলবো রে শ্যাম।

ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আজ পাশা খেলবো রে শ্যাম।

শিল্পীঃ সেলিম চৌধুরী
সুরকারঃ রাধারমণ দত্ত পুরোকায়েস্ত
গীতিকারঃ রাধারমণ দত্ত পুরোকায়েস্ত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook