Badla Din Lyrics | বাদলা দিন | Abu ubayda | রোমান্টিক গান


Vocal & Tune: Abu Ubayda
Lyric: Hossain Noor
Director: Abu Hurayra
Ad: Kishor Ahmed
Video assist: Abu tayob
Art director: Kafil Mithu
Sound Mixing:  Mahfuzul Alam
Special thanks: Muhammad Bediuzzaman, H al Banna,
 Ronok Ikram, Salah Uddin Jahangir, Shakir Ahsanullah, Ainul hakim, Salman Habib, Abdullah al Mamun
Post Production: Ubayda Production
Print media: Chapakhan
Graphic design: Graphiki
Video production: ShakhChitra
Music production: gazal
Sponsored by: Iqra Travels & Tours 

Badla Din Lyrics | বাদলা দিন

কোনো এক বাদলা দিনে
আমি তোর ছাতা হবো,
রাজি তুই থাকলে পরে
প্রণয়ের কথা কবো।

রিমঝিম বৃষ্টি ফোঁটায়
দৃষ্টি রাখবো ধরে,
কাজলে লেপ্টে যাবো
দু'চোখের মিষ্টি ঘোরে
তুই যদি হোসরে আমার
আমি ঠিক তোরই হবো

দমকা বাতাস এলে
আগলে রাখবো ঠিকই,
আমি তুই হাত মিলিয়ে
হাঁটবো চারিদিকই।
শ্রাবণের অঝর ধারায়,আমি রোজ তোরই রবো

আকাশের ধূম্র কালোয়
যদি হারিয়ে যাস্,
চোখজোড়া দেখিস খুলে,
আছি ঠিক তোরই পাশ।
মেঘেদের ভেলায় চড়ে
আমি তোর সাথেই যাবো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook