চর মাদ্রাজ ইউনিয়ন চরফ্যাশন উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এর চরফ্যাশন থানার আওতাধীন।
যোগাযোগ ব্যবস্থা
চরফ্যাসন বাজার থেকে চরমাদ্রাজ ইউনিয়ন ৭ কিলোমিটার। চরফ্যাসন থেকে হোন্ডা, অটো রিক্সা, টাটা দিয়ে যাতায়াত করা যায়। চরফ্যাসন থেকে থানা রোড হয়ে পূর্ব দিকে বেতুয়া হইয়া যাওয়া যায়।
চরফ্যাসন থেকে শরীফ পাড়া রোড হয়ে কুতুবগঞ্জ বাজার উপর দিয়ে চেয়ারম্যান হাট রোড দিয়ে যাতায়াত করা যায়।
খাল ও নদী
চরমাদ্রাজ ইউনিয়নে পূর্ব দিকে মেঘনা নদী, পশ্চিমে তেতুলিয়া নদী, উত্তরে মেঘনা নদী আরো ছোট ছোট অসংখ্য নদী ও খাল রয়েছে।
Tags:
মাদ্রাজের খবর