Dipannita 2 Lyrics (দীপান্বিতা ২) By Ritam Biswas । bangla lyrics

Dipannita 2 Lyrics (দীপান্বিতা ২) By Ritam Biswas । bangla lyrics


গানঃ Dipannita 2 - দীপান্বিতা 2

কন্ঠঃ Ritam Biswas

কথাঃ রিতাম বিশ্বাস

গিটারঃ শাসতো দাস 

লেবেলঃ Rhythmic Studio


দীপান্বিতা ২ লিরিক্স - রিতাম বিশ্বাস :

স্বপ্নের শহরে, মনের গভীরে

তোমার পথ ধরে হেঁটে যাই

তুমি যে আপন,

তবে কেনো সঙ্গোপন

উতলা এ মন, ডেকে যায়


কি করে বলবো তোমাকে

ডুবেছি কোন মায়াতে

খুঁজেছি সবখানে,

তাও পাইনি তোমায়,

কি আছে উপায়


কিছুটা গল্প হাওয়াতে,

ভেসে যায় অল্প চাওয়াতে

পড়েছি কোন অসুখে, 

ক্লান্তি বুকে, বড্ড অসহায়


বেবাগী মন কি করে এখন

ভুলেছে আবছা আলাপন

তবু ডাকি বারে বারে

শোনো কি তা?


কাছে পাওয়ার ইচ্ছে গুলো

তোমার ছোঁয়ায় আকাশ পেলো,

মনের ঘরে আগলে তোমায়

দীপান্বিতা.. 


অকারণ অভিমান

বড়ই বেমানান,

কী ভীষণ ছলনা

কোরো না..

না না না..


এখনও অজানা

মনেরই ঠিকানা,

কেন সে মানেনা

জানিনা..


তবুও চাইনি হারাতে,

মিশেছ আলো ছায়াতে

ভুলেছি সব কিছু যে 

তোমারই দুচোখের ইশারায়


কিছু আশা ধুলো মেখে

রাস্তা খোঁজে মনের বাঁকে,

তারই আস্কারাতে মন ভুলেছে সব

চায় শুধু তোমায়


বেবাগী মন কি করে এখন

ভুলেছে আবছা আলাপন

তবু ডাকি বারে বারে

শোনো কি তা?


কাছে পাওয়ার ইচ্ছে গুলো

তোমার ছোঁয়ায় আকাশ পেলো,

মনের ঘরে আগলে তোমায়

দীপান্বিতা..।।


Dipannita 2 Lyrics Bangla:

Shopner sahore, moner gobhire

Tomar poth dhore thete jai

Tumi je apon

Tobe kano sangopon

Utola e mon, deke jai

Ki kore bolbo tomake

Dubechi kon mayate

Khujechi sobkhane

Tao paini tomay

Ki ase upay

Kichuta golpo haoyate

Bhese jay alpo caoyate

Porechi kon asukhe

Klanti buke, boddo asahay

Bebagi mon ki kore ekhon

Bhuleche abcha alapon 

Tabu daki bare bare

Sono ki ta

Kache paoyar icche gulo

Tomar choyay akash pelo

Moner ghore agle tomay

Dipannita

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook