বদ মেজাজ পেজের এডমিন কবির আর নেই

 বদ মেজাজ পেজের এডমিন কবির আর নেই


বদ মেজাজ পেজের এডমিন কবির আর নেই

বদ মেজাজ এর এডমিন কবির আর নেই । ১৭জুলাই আনুমানিক রাত ১১ টায় হাসপাতালের ডাক্তার  আইসিউ (ICU) এ চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে ব্রেইন ডেথ কিন্তু হার্ট চলতাছে জানিয়েছেন।ক্লিনিক্যালি ডাক্তার তাকে ডেথ ঘোষণা করছেন । পরবর্তীতে তার ফ্যামেলীর কথায় ভোর পযর্ন্ত লাইফ সাপোর্টে রাখা হয়। কবির হোসেন ১৮ তারিখ রোজ সোমবার ভোর ৬:১০ মিনিটে ইন্তেকাল করে।


২ দিন আগে বাইক দূর্ঘটনায় আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে ছিল সে। অনেক হাসি খুশি মানুষ ছিলেন,সে আমার অনেক পছন্দের মানুষ ছিলেন কারন সে যতোই ফাজলামি ভিডিও বানাক না কেন তারপরও সে একজন ইসলাম প্রেমি মানুষ ছিলেন।


বদ মেজাজ পেইজ এর এডমিন কবির ছিলেন একজন ফেইসবুক বন্টেন ক্রিয়েটর। কবির ২০২১ সালের ৬ এপ্রিল একটি ফেইসবুক পেইজ এর মাধ্যমে ভিডিও আপলোড করা শুরু করেন। অল্প দিনেই পেইজ সফলতার মুখ দেখে। পেইজটিতে বর্তমান ফলোয়ার ১ মিলিয়ন এর বেশি।

আজ ১৮ জুলাই দুপুর ২টায় কবিরের প্রথম জানাযা শিলমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে, 

 আর বিকেল ৩টায় তার বাড়ি খয়ড়াতপাড়ায় ২য় জানাযা অনুষ্ঠিত হবে হবে বলে জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook