Rasuler Rowja Lyrics । রাসূলের রওজা লিরিক্স। Islamic gojol 2022
Song: Rasuler Rowja Mobaroke
Singer: Sadman Sakib
Lyrics & Tune: Collected
Sound Design: Samiul Islam
Video Director: Abu Taher
Production: Tune Hut
Gfx: Abu Taher
Label : Tune Hut
রাসুলের রওজা গজল সত্যিই অসাধারণ একটি ইসলামিক গজল। ধন্যবাদ জানাই গজল উপহার দেয়া সবাইকে
Rasuler Rowja Lyrics । রাসূলের রওজা লিরিক্স
রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম (2)
বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম (2)
রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম (2)
দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে
উম্মতের বন্ধু হয়ে তারাতে পুলসিরাতে, তরাতে পুলসিরাতে
কালেমার নায়ে করে পার করিও তোমার সাথে
হাসরে দেখা দিও কাওসারেতে আলাহাতে
আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সফিলাম
রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম (2)
বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম (2)
রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম (2)
তোমার ওই মহিমাতে বিশ্ব হইলো সৃজন
বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু স্বজন হইলে বন্ধু স্বজন
সেই ধন্য হলো নুরের পরশ দিলে যারে
সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম
রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম (2)
বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম (2)
রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম (2)