কোরবানি ঈদের নতুন স্ট্যাটাস | Bangla Eid Ul-Adha New Status 2022-2023 | Eid Mobarok Status

কোরবানি ঈদের নতুন স্ট্যাটাস | Bangla Eid Ul-Adha New Status 2022-2023


আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। পবিত্র ঈদ ইল আযহা উপলক্ষে আমরা সাজিয়েছি ১০০+ ঈদের ফেইসবুক স্টাটাস। আশা করছি এগুলো পড়ে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ এস মিডিয়া

qurbani eid status, qurbani eid status 2022, qurbani eid status 2023, Eid Al-Adha New Status, Eid Al-Adha New Status 2022, Eid Al-Adha New Status 2023, Bangla Eid Al-Adha New Status, Bangla Eid Al-Adha New Status 2022, Bangla Eid Al-Adha New Status 2023, কোরবানি ঈদের ফেসবুক স্ট্যাটাস, কোরবানি ঈদের ফেসবুক স্ট্যাটাস ২০২২, কোরবানি ঈদের ফেসবুক স্ট্যাটাস ২০২৩, কোরবানি ঈদের ফেসবুক স্ট্যাটাস 2022, কোরবানি ঈদের ফেসবুক স্ট্যাটাস 2023, ২০২২ কোরবানি ঈদের স্ট্যাটাস, কোরবানি ঈদের নতুন ছবি, কোরবানি ঈদের নতুন ছবি ২০২২, কোরবানি ঈদের নতুন পিক, কোরবানি ঈদের নতুন পিক ২০২২, কোরবানি ঈদের নতুন পিকচার, কোরবানি ঈদের নতুন পিকচার ২০২২, কোরবানি ঈদের নতুন পিক ২০২৩, কোরবানি ঈদের নতুন পিকচার ২০২৩, কোরবানি ঈদের নতুন ছবি ২০২৩, কোরবানি ঈদের নতুন ফটো, কোরবানি ঈদের নতুন ফটো ২০২২, কোরবানি ঈদের নতুন ফটো ২০২৩


কোরবানি ঈদের নতুন স্ট্যাটাস | Bangla Eid Ul-Adha New Status 2022-2023 | Eid Mobarok Status | Eid Ul Azha stutas | ঈদ উল আযহা স্টাটাস

1.আপনাকে এবং আপনার পরিবারের প্রতি রইল হৃদয় নিংড়ানো অজস্র ভালবাসা ও কোরবানি ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নিমন্ত্রণ রইল। ঈদ মোবারক। 

2.কুরবানী মানে ত্যাগ, আর কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ বা বিসর্জনের ঈদ। তাই এই ঈদে আমাদের আনন্দগুলো আমরা আশেপাশের গরিব-দুঃখীদের সাথে ভাগাভাগি করে নেব। 

3.গরিব-দুঃখীদেরকে সাধ্যমত সাহায্য সহযোগিতা করব, কোরবানির কিছু অংশ তাদের জন্য বরাদ্দ রাখবো। আমি এমনটাই ইচ্ছা পোষণ করেছি, আপনারাও করতে পারেন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

 4.ঈদ মানে আপনজনের সাথে মিলন, ঈদ মানে সবাই মিলে আনন্দের ক্ষণ; বছর ঘুরে আসলো আবার ঈদ, তাইতো চোখে নাই তো কার নিঁদ। 

5.কোরবানি দিয়ে, নিজে পেট পুরে খাওয়ার নাম ঈদ নয়, ঈদ হলো আনন্দ  ভাগাভাগি আর ত্যাগের মধ্যে। 

6.সকলকে ঈদ মোবারক, পবিত্র বকরি ঈদের অজস্র শুভেচ্ছা অভিনন্দন নিবেন। 

7.দুঃখ-কষ্ট ভুলে গিয়ে, ঈদের খুশিতে নাচুক সবার মন, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।  

8.ঈদের খুশি সবার ঘরে, ছড়িয়ে পড়ুক অকাতরে। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।  

9.আনন্দের সকাল আনন্দের দিন, শুভ হোক ঈদের দিন। নীল আকাশে বাঁকা চাঁদ, ভালো কাটুক ঈদের রাত। ঈদ মোবারক।  

10.আকাশে বাতাসে ঈদের খুশি, ঈদ আনন্দের মাতামাতি। দাওয়াত রইলো বন্ধু তোমার,হতে  আমার ঈদ আনন্দের সাথি। 

11.আনন্দময় হোক প্রতিটা দিন, ঈদের দিনের মতো। মুছে যাক হৃদয়ের সব গ্লানি, অলসতা ক্লান্তি যত।সকাল হলেই কালকে যে ঈদ, বাকি শুধু রাত; বন্ধু তোমায় জানাই আমি ঈদের দাওয়াত। ঈদ মোবারক।  

12.প্রকৃতির নিয়ম অনুযায়ী বছর ঘুরে আবার চলে এলো কোরবানির ঈদ। অনেকেই হাজার হাজার টাকা খরচ করে বড় বড় পশু কুরবানি দিবে, আর তাদের পাশেই অনেক অসহায় গরীব মানুষ রয়েছে যাদের কুরবানি দেয়ার সামর্থ্য নেই, তারা শুধু তাকিয়ে থাকে সমাজের বিত্তবানদের দিকে। সমাজের এই অবস্থাকে পরিবর্তন করুন, সাধ্যমত সহযোগিতা করে ঈদের আনন্দ ভাগাভাগি করুন। 

13.আনন্দ ভাগাভাগি করব, মিলেমিশে খাব এটাই তো ঈদ। শুধু শুধু মুখে ঈদ মোবারক বলে বা ঈদের শুভেচ্ছা জানিয়ে কি লাভ? এর চেয়ে ভাল কোরবানির গোশত বিতরণ করে ঈদের শুভেচ্ছা জানানো। 

14.ঈদ মানে আকাশের নতুন চাঁদ, ঈদ মানে নিদ্রাহীন আনন্দের রাত। ঈদ মানে মেহেদি রাঙানো হাত, ঈদ মানে শুধু আনন্দ নয় সংঘাত। সবাইকে ঈদ মোবারক। 

15.শুভ রাত্রি শুভ দিন, সকলে ঈদের শুভেচ্ছা নিন। কাটুক ভালো ঈদের দিন, ঈদের মত প্রতিদিন। ঈদ মোবারক 

16.কালকে ঈদ লাগছে ভালো, তাইতো বলতে ইচ্ছে হলো; রইল তোমার নিমন্ত্রণ, আসলে ভালো হবে মন।ঈদ মোবারক বন্ধু। 17.ঈদের আনন্দের মতো আনন্দে কাটুক তোমার সারা জীবন,মহান আল্লাহর নিকট এটাই কামনা। ঈদ মোবারক ।  

18.বকরি ঈদের শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন; সারা জীবন কাটুক ঈদের মতন। ঈদ মোবারক। 

19.মেঘলা আকাশ মেঘলা দিন, আজ বাদে কাল ঈদের দিন। বন্ধু ঈদ মোবারক।  

20.এসেছো পবিত্র ঈদের দিনে, সবচেয়ে ভালো শুভ ক্ষণে। মিষ্টিমুখ করে যাও, ঈদুল আযহার শুভেচ্ছা নাও। 


21.পবিত্র ঈদের দিন সারাবছর আল্লাহ তোমায় ভালো রাখুন, আনন্দিত রাখুন। সুখে থাকো পরিবার নেই, আনন্দ ভাগাভাগি করো আশেপাশের গরিব-দুঃখীদের সাহায্য সহযোগিতা করে। ঈদ মোবারক। 

22.ঈদের আনন্দে সবাই আত্মহারা, সকলেই প্রিয়জনদের সাথে আনন্দের সময় কাটায়, কষ্ট শুধু তার বুকে লালন করে থাকে, যারা পরিবার থেকে বহুদূরে। 

23.সাত সমুদ্র তেরো নদী পার হয়ে রুজি রোজগারের আশায় পাড়ি জমিয়েছে নিজের দেশ, মুখে তাদের কৃত্রিম হাসি থাকলেও অন্তর ফেটে যায়। ঈদ মোবারক প্রবাসী বন্ধু। 

24.এই ঈদ তোমার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ। ঈদ মোবারক।  

25.ঈদ আনন্দের দিন, একসাথে হওয়ার দিন; থাকলো নিমন্ত্রণ, ঈদ মোবারক। 

26.দেশে বিদেশের সকলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।  

27.ঈদের আনন্দধারা থাকুক সারাক্ষণ, বন্ধু তোমায় রইল ঈদের নিমন্ত্রণ। ঈদ মোবারক।  


28.বেঁধে বুক আশাতে, দাওয়াত দিলাম আসিতে; হাসতে যদি নাও পারো, ঈদ মোবারক গ্রহণ করো।  

29.বন্ধু তুমি অনেক দূরে, আজ ঈদের দিনে মনে পড়ে। কিন্তু কিছু করার নাই, শুধু ঈদের শুভেচ্ছা জানাই।ঈদ মোবারক।   


30.আনন্দের সব বাঁধ ভেঙ্গেছে, ওইযে দেখো ঈদ এসেছে। থেকো না আর দূরে দূরে কাছে আসো তুমি, ঈদের নিমন্ত্রণ তোমায় দিলাম আমি। ঈদ মোবারক 


31.কত দূরে আছিস বন্ধু বলনা আমায় ওরে, তোর জন্যে মনটা আমার কেঁদে কেঁদে মরে। সবাই আছে আপন লয়ে, তুই কেন রে দূরে দূরে। বন্ধু তোমায় নিমন্ত্রণ, আর দূরে থেকো না চলে এসো ঈদ মোবারক। 

32.তোর প্রেমেরি আগুনে আজ হৃদয় যাচ্ছে পুড়ে। তুই না কাছে থাকলে কি আর, বাজবে সুখের বিণ, জানিস তো ঠিক, আজিকে যে ঈদের খুশির দিন। 

33.যাদের মনের মানুষ কাছে নেই, কিভাবে তারা ঈদের আনন্দ করতে পারে। আপন জনের চোখে আনন্দের ঝিলিক দেখা, আনন্দ তো সেটাই 

34.শুধু পেটপুরে খেলেই আনন্দে থাকা যায়না, শুধু দামি পোশাক পরলে আনন্দিত হওয়া যায় না, আনন্দিত হওয়ার জন্য লাগে মনের মানুষ। ঈদ মোবারক তোমায়। 

35.লাগল রে রং মনে, আজকে ঈদের দিনে। এই রং আমি তোমার মনেও ছড়িয়ে দিতে চাই, তাইতো তোমায় ঈদের নিমন্ত্রণ জানাই। ঈদ মোবারক বন্ধু। 

36.ঈদের দিনে সাতবার সময় নতুন পোশাক সাজে, আমি সাজবো তোমার জন্য আশা বুকের মাঝে। তাই এসো বন্ধু ঈদ মোবারক। 

37.ঈদ মানে আশা, ঈদ মানে হাসি ঈদ মানে তোমার প্রতি অজস্র ভালোবাসা। ঈদ মোবারক 

38.ফুলের কাজ সুভাষ দেয়া, কাটা দেওয়া নয়; ঈদের কাজ আনন্দ দেওয়া, ব্যথা-দেওয়া নয়। বন্ধু নিমন্ত্রণ গ্রহণ করো ঈদ মোবারক।  

39.জেনে রেখো বন্ধু তোমায় ভালোবাসি, বলছি থাকতে যদি তুমি কাছাকাছি। আছো তুমি দূরে, মানছে না তো মন এবার ঈদে থাকল তোমার নিমন্ত্রণ। ঈদ মোবারক।  

40.কষ্টের মাঝেও সুখের দেখা, এটাই হলো ঈদের শিক্ষা। ঈদ মোবারক 

41.দুঃখগুলো যাওনা ভুলে নাও না তুলে খুশি, পেছোন থেকে জড়িয়ে ধরে বলোনা ভালোবাসি।ভালোবাসা লুকাও কেন আজকে ঈদের দিনে, কেমনে বল হব সুখী তোমার প্রেম বিনে 

42.ঈদের দিনে বন্ধু বিনে ঘরে থাকা দায়, বন্ধু তুমি আমায় ছেড়ে আছো গো কোথায়। আসো ফিরে আজকে শুধু আর কোনদিন ডাকবো না, তোমায় ছেড়ে ঈদের দিনে একা থাকতে পারবো না। 

43.সপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক! 


44.আমার আমার ইচ্ছে গুলো উরুক ডানা মেলে, ঈদ এলোরে ঈদ এলোরে কালকে সকালে। ঈদ মোবারক 

45.আছো বন্ধু বহুদূরে, তাইতো তোমায় মনে পড়ে। ঈদের দিনে তুমি বিনে একলা কেমনে রই, দাওয়াত দিলাম ঈদের তুমি আসবে অবশ্যই। ঈদ মোবারক 


46.কিছু কথা থেকে যায় মনে, যা হয় না বলা কোন খানে। তোমার সাথে বলবো কথা খুলে আমার মন, তাই তো দিলাম আজকে তোমায় ঈদের নিমন্ত্রণ। ঈদ মোবারক 

47.আমায় আজ পড়েছে মনে, কালকে খুশির ঈদ; দুই চোখেতে নেইতো কন নিঁদ। ঈদ মোবারক 

কোরবানি ঈদের নতুন স্ট্যাটাস | Bangla Eid Ul-Adha New Status 2022-2023


48.শুভেচ্ছা নিও রাশি রাশি, পছন্দ কি গরু না খাসি। ঈদ মোবারক, ঈদের নিমন্ত্রণ।  

49.বলবো কারে মনের কথা, তুমি তো নেই পাশে; তাইতো ভাবি প্রতিদিনই ঈদ যেন আসে। ঈদ মোবারক।  

50.আজ বাদে কাল ঈদ, দুচোখে নেই নিদ। ঈদ মোবারক, ঈদ।  

51.মনের আশা পূরণ হবে, স্বপ্নগুলো সত্যি হবে, দুঃখ যাক চলে; তুমি আসবে বলে। ঈদ মোবারক। 

52.কিছু কথা থেকে যায় মনের কনে, যা কখনো বেরোয় না বন্ধু বিনে। বন্ধু তোমার নিমন্ত্রণ। ঈদ মোবারক। 

53.সুন্দর সকাল, সন্ধ্যা দুপুর আকাশের চাঁদ; বন্ধু তোমার রইল এবার ঈদের দাওয়াত। ঈদ মোবারক। 

54.এ হৃদয় আজ হয়েছে রঙিন, আজ তো দুঃখ কষ্ট ভোলার দিন। ঈদ মোবারক।  55.আমার এই এসএমএস যার কাছে যাবে, সেই ঈদের দাওয়াত পাবে। তোমার কাছে যেত গিয়েছে, তাই তোমাদের দাওয়াত পেয়েছো মোবারক।  

56.এই এসএমএস, যার কাছে যাবি, যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি, লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক। 


57.ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, ঈদের দিনে তোমায় একটু বেশি ভালোবাসি। ঈদ মোবারক। 

58.ঈদ মানে ভালোবাসা ঈদ মানে মায়া, ঈদ যেন পূর্ণ হয় না তোমাকে ছাড়া। ঈদ মোবারক। 


59.ঈদের দিনে, আপনজন বিনে, ছটফট করে মন; তাইতো বন্ধু দিলাম তোমায় ঈদের নিমন্ত্রণ।  ঈদ মোবারক। 


60.আজ রং লেগেছে মনে, আনন্দের এই ক্ষণে। চলে এসো ওগো তোমাকেও না হয় একটু রং ধার দেবো। ঈদ মোবারক। 

61.বন্ধু থাকো অনেক দূরে, তাই তো তোমায় মনে পড়ে; সুন্দর এই ঈদের দিনে, কেমনে থাকি তুমি বিনে।ঈদের নিমন্ত্রণ রইলো বন্ধু। ঈদ মোবারক।  


62.তোমার ইচ্ছে গুলো হাওয়ায় পাখনা দুটো মেলে, দিনগুলো সব যাক না কেটে এমনি হেসে খেলে। ঈদ মোবারক।  

63.মন চাইছে বন্ধু তোমায় জড়িয়ে ধরে রাখি, কিন্তু তুমি অনেক দূরে শুধু পথ চেয়ে থাকি; আসবে কবে বাসায় বল, ঈদের আর বেশি নেই বাকি। ঈদ মোবারক।  

64.তুমি আছো অনেক দূরে, তাই তো তোমায় মনে পড়ে। সুন্দর সময় কাটুক তোমার খুশিতে, দাওয়াত দিলাম এবার ঈদে আসিতে। ঈদ মোবারক।  


65.কিছু কথা থেকে যায় এ মনে, হৃদয়ের অব্যক্ত কোনে; তুমি এসো এবার ঈদে, ঈদ মোবারক। 66.আজকেও আবার কোরবানি, সাদা রুটি মাংসের ঝোল; কি আর করব না ভুল আমাদের দাওয়াত চলে এসো। ঈদ মোবারক। 


67.ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এ মন, অপেক্ষায় আছি তুমি আসবে কখন। এসো তাড়াতাড়ি এসো ঈদ মোবারক।  


68.ফুল ফুটেছে চাঁদ উঠেছে আয়রে তোরা আয়, সেই চাঁদেরই আলো টুকু পড়ল সবার গায়। ঈদ মোবারক । 


69.আসতেই তো দুই দিন বাকি, আনন্দগুলো কোথায় রাখি। ঈদ মোবারক।  


70.ঈদ মানে আশা ঈদ মানে হাসি, ঈদ মানে মন খুলে বলা ভালোবাসি। ঈদ মোবারক। 


71.নতুন পোশাক পরে ঈদের দিনে, সেমাই মাংস খেয়েও মন যতটুক চায়। ঈদ মোবারক।  

72.মনের মানুষ কাছে আসে পাশে থাকুক সারাক্ষণ, ঈদের দিনে মনের মানুষ দূরে থাকা বিলক্ষণ। ঈদ মোবারক।  


73.ঈদের দাওয়াত রইল তোমার, আসবে তুমি ঘরে আমার। কবুল না করলে ঈদের দাওয়াত, মনের ভেতর অনেক আঘাত। ঈদ মোবারক।

74.তোমার রইল দাওয়াত, না আসলে আমার বাড়ি,  তোমার সাথে দেবো আরি। ঈদ মোবারক।  

75.অব্যক্ত রয়ে যায় কিছু কথা, হৃদয়ের মাঝে থাকে পরে। এসব কথা বলবো তোমায় তুমি আসলে পরে। ঈদ মোবারক।  


76.সোনালী রোদের সকল তথ্য রোদের বিক্রেতার গোধূলি সন্ধ্যা চাঁদনী রাত, রইল তোমার ঈদের দাওয়াত। ঈদ মোবারক।  

77.দুদিন বাদেই ঈদ, চোখে নাই নাই নিঁদ। বন্ধু তোমার রইল দাওয়াত। ঈদ মোবারক 


78.ঈদ নিয়ে আসে অনাবিল আনন্দ আর খুশি, পেট ভরেছে পোলাও আর খাশি। তুমি যতই খাও ঈদ হবে নাকো বাসি। ঈদ মোবারক। 

79.ঈদ মানে খুশি ঈদ মানে খুশি ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে পুরনো মনের আশা। ঈদ মোবারক। 

80.এদের খুশি তোমার জন্য, আমার জন্য নয়। আমার খুশি তখনই হবে তুমি আসলে আমার ঘরে। ঈদ মোবারক। 


81.দাওয়াত দিলাম তোমায় বন্ধু আসিতে, আসতে যদি নাই পারো,  ঈদ মোবারক গ্রহন কর। ঈদ মোবারক। 


82.কিছু কথা নাকো কভু বলা, ঈদের আনন্দ যায়না পাওয়া একেলা। তাই চলে এসো বন্ধু রইলো তোমার ঈদের দাওয়াত। ঈদ মোবারক।  


83.কিছু কথা রয়ে যায় বর্ণহীন, তুমি ছাড়া সেগুলো হয় না রঙিন। তাইতো বন্ধু তোমায় জানাই ধন্যবাদ ঈদ মোবারক।  

84.তুমি এসো, প্রাণ খুলে হেসো, আমায় ভালোবেসো। ঈদ মোবারক।  

85.ঈদের দিনে সকালে তোমায় আমি চাই, তুমি ছাড়া আমি খাবোনা সেমাই। দুপুরবেলা তুমি যদি না থাকো পাশে, গোস্ত পোলা না খেয়ে থাকবো আমি বসে। সুতরাং বন্ধু তাড়াতাড়ি চলে এসো। ঈদ মোবারক। 

86.ঈদের খুশি সীমাহীন, তুমি ছাড়া সবকিছুই গন্ধহীন। বন্ধু তোমায় ডাকছি আমি চলে এসো। ঈদ মোবারক।  

87.ঈদ এলোরে ঈদ এলোরে আসলো আবার ঈদ, সেই খুশিতে সবাই দেখো উড়ে গেল নিদ। ঈদ মোবারক। 

88.ছোট বড় সবাই মিলে ঈদগাহে চলো, সবাই মুখে মুখে আনন্দধ্বনি তোলো। ঈদ মোবারক। 89.ঈদ মানে চাওয়া, ঈদ মানে পাওয়া। ঈদ মানে ভালোবাসার জয়, এরকম এ যেন প্রতিদিন হয়। ঈদ মোবারক। 

90.বন্ধু তোমায় কল দিলাম আসিতে, তুমি যদি না আসো সব খাব বাসিতে। তাই চলে এসো বন্ধু ঈদ মোবারক।  


91.ঈদ হল আনন্দের দিন, দাওয়াত রইলো ঈদের দিন, ভালো থেকো সীমাহীন। ঈদ মোবারক। 

92.এ হৃদয় আজ হয়েছে রঙিন, আজ তো দুঃখ কষ্ট ভোলার দিন। ঈদ মোবারক।  

93.তোমার রইল দাওয়াত, না আসলে আমার বাড়ি,  তোমার সাথে দেবো আরি। ঈদ মোবারক।  

94.বছর ঘুরে আসলো আবার ঈদ, সেই খুশিতে নেইতো চোখে নিদ। ঈদ মোবারক ঈদ। 


95.ঈদের দাওয়াত রইল অগ্রীম, অবশ্যই আসবে ঈদের দিন। ঈদ মোবারক।  

96.মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, তোমার পথ চেয়ে পাশে থাকা। ঈদ মোবারক।

97.ঈদ মানে হাসি ঈদ মানে খুশি, ঈদের দাওয়াত দিলাম না আসলে মারবো ঘুসি। ঈদ মোবারক।  

98.ঈদের দিনে, আপনজন বিনে, ছটফট করে মন; তাইতো বন্ধু দিলাম তোমায় ঈদের নিমন্ত্রণ।  ঈদ মোবারক। 

99.ঈদ এলোরে ঈদ এলো খুশির ঈদ, চারিদিকে যাত্রা আনন্দ সংগীত। ঈদ মোবারক। 


100.ঈদের দিনে তোমায় ছেড়ে থাকতে একা পারব না, এবার ঈদের দিনে বন্ধু তুমি আসবে না! দাওয়াত দিলাম এই দাওয়াত মিস করো না। ঈদ মোবারক। 


Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook