Ghumiye Thako Go Shojoni Lyrics । ঘুমিয়ে থাকো গো সজনী Lyrics । Narir Mon bangla Movie

Ghumiye Thako Go Shojoni Lyrics । ঘুমিয়ে থাকো গো সজনী Lyrics


Songs Info :

Song : Ghumiye Thako Go Shojoni 

Movie : Narir somman

Singer : Andro kishor

Ghumiye Thako Go Shojoni Lyrics । ঘুমিয়ে থাকো গো সজনী Lyrics

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়,

ঘুমিয়ে থাকো গো সজনী।

আকাশে রুপালী চাঁদ,

চাঁদে ভরা জোছনা।।

ঝরে পড়ুক তোমার গায়।

বুকের গোরস্থানে তোমার

প্রেমের কবর দিয়ে,

বেঁচে আছি ছিন্ন ভিন্ন

একটা জীবন নিয়ে।।

নয়ন জলের নদী বয়ে

আমার বুকের ব্যথা লয়ে

যাকনা তোমার আঙ্গীনায়।

ঘুমিয়ে থাকো গো সজনী।

এ ঘুম যেন নাহি ভাঙ্গে

ও প্রান ও প্রিয়ারে।

ঘুমের ঘরে সপ্নে আসি

যাব তোমায় ভালোবাসি

সোনার ময়ুরপংখী নায়।

তলিয়ে গেছে এ মন আমার

গভীর জলের তলে

প্রেমও পিঁপাসাতে বুকটা

জ্বলে কেবল জ্বলে।।

আমার চতুর দুয়ার বন্ধ

থাকবো না আর তিলেক দন্ড

তুমি বিহীন এই ধরাই।।

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়,

ঘুমিয়ে থাকো গো সজনী।।

""""""""""""""""""""""""""""

শিল্পী :-এন্ডু কিশোর।

মুভি  :-নারীর মন। 

পরিচালক:-মতিন রহমান।


সমাপ্ত





আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook