Songs Info :
Song : Ghumiye Thako Go Shojoni
Movie : Narir somman
Singer : Andro kishor
Ghumiye Thako Go Shojoni Lyrics । ঘুমিয়ে থাকো গো সজনী Lyrics
ঘুমিয়ে থাকো গো সজনী
ফুলেরও বিছানায়,
ঘুমিয়ে থাকো গো সজনী।
আকাশে রুপালী চাঁদ,
চাঁদে ভরা জোছনা।।
ঝরে পড়ুক তোমার গায়।
বুকের গোরস্থানে তোমার
প্রেমের কবর দিয়ে,
বেঁচে আছি ছিন্ন ভিন্ন
একটা জীবন নিয়ে।।
নয়ন জলের নদী বয়ে
আমার বুকের ব্যথা লয়ে
যাকনা তোমার আঙ্গীনায়।
ঘুমিয়ে থাকো গো সজনী।
এ ঘুম যেন নাহি ভাঙ্গে
ও প্রান ও প্রিয়ারে।
ঘুমের ঘরে সপ্নে আসি
যাব তোমায় ভালোবাসি
সোনার ময়ুরপংখী নায়।
তলিয়ে গেছে এ মন আমার
গভীর জলের তলে
প্রেমও পিঁপাসাতে বুকটা
জ্বলে কেবল জ্বলে।।
আমার চতুর দুয়ার বন্ধ
থাকবো না আর তিলেক দন্ড
তুমি বিহীন এই ধরাই।।
ঘুমিয়ে থাকো গো সজনী
ফুলেরও বিছানায়,
ঘুমিয়ে থাকো গো সজনী।।
""""""""""""""""""""""""""""
শিল্পী :-এন্ডু কিশোর।
মুভি :-নারীর মন।
পরিচালক:-মতিন রহমান।