আমার মন মজাইয়ারে লিরিক্স | Amar Mon Mojaiya Re Lyrics গানটি অনেক সুন্দর একটি গান। গানটি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পি। অনেকেই আমার মন মজাইয়ারে লিরিক্স | Amar Mon Mojaiya Re Lyrics গানিটার লিরিক্স খুজছে তাই আপনাদের জন্য আমার মন মজাইয়ারে লিরিক্স | Amar Mon Mojaiya Re Lyrics গানের লিরিক্স টি তুলে ধরা হলো।
আমার মন মজাইয়ারে (Amar Mon Mojaiya Re)
শিল্পী: সাগর বাউল (Sagor Baul)
কথা ও সুর: শাহ আব্দুল করিম।
গিটার ও ম্যান্ডোলিন- আনন্দ
কীবোর্ড- রব
বেজ- দীপু
পারকাশন- দেবাশীষ
বাঁশি- রানা
ড্রামস- মিথুন
সাউন্ড- শোভন আহমেদ
সঙ্গীত আয়োজন- উজ্জ্বল ভট্রাচার্য
সহযোগী পরিচালক: ওলীদ হাসান মেহেদী
পারিচালক: আনিস রহমান
Label : Nagorik Music
আমার মন মজাইয়ারে লিরিক্স | Amar Mon Mojaiya Re Lyrics
ও মুর্শিদ ও ................. আরে ও মুর্শিদ ও
একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে চর
কখন জানি এই ঘর ভাইঙ্গা পড়ে রে
আবের নেওয়ারি রে, কাঁনচা বাশের বেড়া রে
আবের নেওয়ারি রে, কাঁনচা বাশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চুরায় রে
আমার মন মজাইয়া রে
দিন মজাইয়া মুর্শিদ, নিজের দেশে যাও... (২)
আবের নেওয়ারি রে, কাঁনচা বাশের বেড়া রে (২)
বাজার লুটিয়া নিলো চুরায় রে
আমার মন মজাইয়া রে
দিন মজাইয়া মুর্শিদ, নিজের দেশে যাও... (২)
ও মুর্শিদ........ আরে মুর্শিদ ও
একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে চর
কখন জানি এই ঘর ভাইঙ্গা পড়ে রে (২)
ও মুর্শিদ........ আরে ও মুর্শিদ ও
একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও
পলকে পলকে উঠে পানি রে (২)
কইয়ো দয়ালের ঠাঁই, এই তরীর ভরসা নাই (২)
লাহর ধরিয়া দিতে পারে রে
আমার মন মজাইয়া রে
দিন মজাইয়া, মুর্শিদ, নিজের দেশে যাও (৩)
সমাপ্ত
আসা করবো এই গানের গানটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া