Bebshar Poristhiti Song Lyrics - ব্যবসার পরিস্থিতি লিরিক্স | Aly Hasan | Rap Song 2022

Bebshar Poristhiti Song Lyrics - ব্যবসার পরিস্থিতি লিরিক্স গানটি অনেক সুন্দর একটি গান। গানটি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পি। অনেকেই Bebshar Poristhiti Song Lyrics - ব্যবসার পরিস্থিতি লিরিক্স গানিটার লিরিক্স খুজছে তাই আপনাদের জন্য Bebshar Poristhiti Song Lyrics - ব্যবসার পরিস্থিতি লিরিক্স গানের লিরিক্স টি তুলে ধরা হলো।   

Bebshar Poristhiti Song Lyrics - ব্যবসার পরিস্থিতি লিরিক্স | Aly Hasan | Rap Song 2022


Lyric & Tune : Aly Hasan

Music  Produced by Sadi Vai

Studio : Cbls Records

Mix & Mastaring : Sochi Shams

Edit & Color : Studio walli

Director & Dop : Nasimul Mursalin Shakkhar 

Co-ordinated by : Isha Khan Duray 

Language : Bangla

Label : G Series

Bebshar Poristhiti Song Lyrics - ব্যবসার পরিস্থিতি লিরিক্স


ভাই কন্নি কত একশ বিশ টাকা

কলা দা 

ভাই আসোস বাইরে

সরম দিলা ভাইরে

কি খবর আলী মিয়া


আহেন ভাই বহেন

কই ব্যবসার পরিস্থিতি

ব্যবসার যেই পরিস্থিতি

কনতো টুকুর টাকুর সদাই বেইচ্চা কয় টাকা কামাই

কনতো টুকুর টাকুর সদাই বেইচ্চা কয় টাকা কামাই




কিও বড় ভাই আপনার দেহি খবর নাই

হরু মিয়া কি কইতাছেন


টাকা দিবি আচকে


হালার আমরা কি নস্যু

আছে নাকি ফেবিকলের চারশো মিলি আঠা

ভাই চাইর টাকা দিলে দেন


কি খবর বস

তোর বসরে খাইছে লাস

বার ইঞ্চি এক ফুট


মালের দাম কি কমছে

আপনের লইগাই জমছে


সত্যিই কি কমছে


কাষ্টমার বেশি বুঝে

নিজের দুষে প্লেট মুছে



কিরে জবর লাল

আরেক দিন আরেক হালায়

ব্যবসার যেই পরিস্থিতি

ব্যবসা হইলো টপের খেলা

টপের মধ্যে পরছি

ধইরা রােখতে চাই

কনতো কেমনে ধরমু ভাই

কনতো টুকুর টাকুর সদাই বেইচ্চা কয় টাকা কামাই


ধইরা রােখতে চাই

কনতো কেমনে ধরমু ভাই

কনতো টুকুর টাকুর সদাই বেইচ্চা কয় টাকা কামাই




একটু অপেক্ষা করুন শিগ্রই ফুল লিরিক আসছে................................

Bebshar Poristhiti Song Lyrics

ব্যবসার পরিস্থিতি

মুরগি খুঁজি তিথি তিথি

আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি

ধইরা রাখতে চাই

মাগার কেমনে ধরুম ভাই?

টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

ভাই এতলা টাকা এডভান্স দিয়া

নিজের শইলের শ্রম দিয়া

ব্যবসা কইরা কী লাভ মিয়া

টেকা ঘুরাই বাকি নিয়া

দেহাইতে হয় ময়না টিয়া

খাওয়াইতে হয় কাউয়া দিয়া

কথাটা হুনতে খারাপ

ব্যবসার  *** ব্যবসা নিয়া

কি ও বড় ভাই

আপনের দেহি খবর নাই


ভাবতাছি হারাইয়া গেছেন

নাকি বাল মইরাই গেছেন।

দূরও মিয়া কী কইতাছেন,

দূরও মিয়া কী কইতাছেন?

কওয়ার তো কারণ আছে

বাকি টেকার খবর নাই

টেকা দিবেন কবে?

আজকে নাইলে কালকে।।

ট্যাকা দিবি আজকে

বাকি নিয়া খাস ক্যা?

আজকে নাইলে কালকে

কালকে নাইলে পরশু

পরশু নাইলে টস্যু

সালার আমরা কী নস্যু?

আছে নেহি ফেবিকলের

চাইরশো মিলি আঠা?

আছে তো একদাম

সত্তুর ট্যাকা দাদা।

দইত মিয়া পাগল হইচেন

কী কইতাচেন যা তা?

রেট দিলাম ভাটা

সালা তারপরও কস টাটা

ভাই ষাইট টাকাই দিলে দেন

না দিলে মাল রাইখ্যা দেন

আপনার ট্যাকা মোড়াইয়া

জায়গা মতো রাইখ্যা দেন।

ফুটুনি করতে আহে

ভালো মন্দ চিনে না

আইয়া খালি আতাই বাজান

দাম হুইনা আর কিনে না।\


কী খবর বস?

তোর বসে খাইছে লস

বারো ইন্সিত এক ফুট

তিন ফুটে এক গজ

লস খাইয়া গজ চিনবেন

ব্যবসা এতো সোজা বস?

আমি খাইছি ব্যবসাই লস

আমার লগেই মজা লস?

মালের দাম কী কমছে

নাকি আগের থেইকা জমছে?

হ আপনার লাইগ্যাই কমছে,

সত্যিই কস কমছে?

সত্যিই কস কমছে?

মালের দাম কি কমছে?

এদেশে কী মালের দাম

ভাই বাড়া ছাড়া কমছে?

দূরও এমন একটা লাইট দিলেন

লাইটটা গেলো কাইটটা,

আমার আবার এতো দূরে

আসা লাগলো হাইট্টা।

তোমার লাইট তো কাইট্টা

মাইনষের টা যায় ফাইট্টা

ওরে ডেইট দিয়ে, ঠেইট দিয়া

চেন্স কইরা দে লাইটটা।

কিছু কিছু প্রোডাক্ট আচে

মায়ে বানায় পুতে বেচে

কোম্পানি গারাইয়েচে

দোকানদার পড়ে প্যাঁচে।

কাস্টমার বেশী বুঝে

নিজের দোষে পেলেট মুছে

প্রথমে আইয়াই জিগাই

প্রাইসের ভিতর সার্ভিস আছে?

কীরে যৌবন লাল?

দুই পাউন্ড রং দে লাল,

তোর যে স্লিপ করুম?

মালিকরে কদ্দুর ভরুম?

আইজকা বেশী ভুরুম,

তোগো ভাই পেট না শোরুম?

ওগো তো খাইয়া অন্যাই

আর আমি না খাইয়াই ঘুরোম।

আরেকদিন আরেক হালায়

কিন্না নিচে রশি


রশি কিন্না যেই কাম করছে

রশি বেইচ্চা দোষি।

ব্যবসা হইলো টোপের খেলা

টোপের ভিতর বড়শি

দেড়শো টাকার ছাগল টানতে

দুইশো টাকার রশি

ব্যবসার যে পরিস্থিতি

মুরগি খুঁজি তিথি তিথি

আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি

ধইরা রাখতে চাই

মাগার কেমনে ধরুম ভাই?

টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

ব্যবসার যে পরিস্থিতি

নিজেই এখন তিথি তিথি

আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি

ধইরা রাখতে চাই


মাগার কেমনে ধরুম ভাই?

টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

সমাপ্ত


আসা করবো এই গানের গানটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook