জলে যাইও না গো রাই লিরিক্স | Jole Jaio Na Go Rai Lyrics | Kamruzzaman Rabbi | Bangla Baul Gaan
জলে যাইও না গো রাই (Jole Jaio Na Go Rai)
শিল্পী: কামরুজ্জামান রাব্বি (Kamruzzaman Rabbi)
কথা ও সুর: রাধারমণ দত্ত।
জলে যাইও না গো রাই লিরিক্স | Jole Jaio Na Go Rai Lyrics
জলে যাইও না গো রাই, জলে যাইও না গো রাই
আইজ কালিয়ার জলে যাওয়ার জাতের বিচার নাই (২)
ভঙ্গি করে দাড়াই আছে বিনদ কানাই
যৌবইন নারী দেখলে পরে আর নয়নে চাই
জলে যাইও না গো রাই, জলে যাইও না গো রাই
আইজ কালিয়ার জলে যাওয়ার জাতের বিচার নাই
মায়ে পিন্দইন যেমন তেমন বইনে পিন্দইন শাড়ি (২)
আমার শ্রীমতি রাধিকার পিন্দইন কৃষ্ণানীলাম্বরী।
জলে যাইও না গো রাই, জলে যাইও না গো রাই
আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী রাই (২)
কালার লাগি হইছইন পাগল, কমলিনী রাই (২)
জলে যাইও না গো রাই, জলে যাইও না গো রাই
আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই (৩)
সমাপ্ত
আসা করবো এই গানের গানটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া