Song : O Kolizar Pakhi
Singer: Samz Vai & Shilpi Biswas
Lyric: Salauddin Shagor
Tune: Polok Hasan Sumon
Music: Ahmed Sajeeb
House: SP Production House
DOP: Shohel Khan
Edit : Jabir Abdullah
Color: S.M Tushar
Director: SP Team
Label: Dream Touch Media (DTM).
O Kolizar Pakhi Lyrics | ও কলিজার পাখি লিরিক্স
রোজ কাদিররে তুই জানি চোখে ভাসে তোর মুখ খানি
তোরে ছাইড়া দুর প্রবাসে জড়াই চোখের পানি (২)
পরলে মনে তোরি কথা ছটপট করে হিয়া (২)
ও কলিজার পাখি বেচে আছি না মরিয়া
এই প্রবাসির মনের ব্যাথা বুঝে না দুনিয়া (২)
দুর প্রবাসে সজন ছাড়া এতিম এতিম লাগে
কেউ দেখে বুকের কষ্ট টাকাই সবার আগে (২)
পড়লে মনে তেরি কথা ছটপট করে হিয়া (২)
ও কলিজার পাখি বেচে আছি না মরিয়া
এই প্রবাসির মনের ব্যাথা বুঝে না দুনিয়া (২)
মেয়ে
সুখে আমি নুন আর ভাতে বেশি কিছু চাই না
চইলা আসো দেশে তুমি পরানে আর সয়না (২)
পড়লে মনে তোরি কথা ছটপট করে হিয়া
ও কলিজার পাখি বেচে আছি না মরিয়া
এই প্রবাসির মনের ব্যাথা বুঝে না দুনিয়া (২)
রোজ কাদিররে তুই জানি চোখে ভাসে তোর মুখ খানি
তোরে ছাইড়া দুর প্রবাসে জড়াই চোখের পানি (২)
পড়লে মনে তোরি কথা ছটপট করে হিয়া (২)
ও কলিজার পাখি বেচে আছি না মরিয়া
এই প্রবাসির মনের ব্যাথা বুঝে না দুনিয়া (২)
সমাপ্ত
আসা করবো এই গানের গানটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া