Oi Chader Alo Aj Lagena Valo Lyrics | ঐ চাঁদের আলো লিরিক্স | Abu Ubayda

Oi Chader Alo Aj Lagena Valo Lyrics


Song Info :

singer & Music Producer : Abu ubayda 

Lyrics and Tune : mizanur rohman Rayhan

Video : Abu Tuyab

Supervised by: Abu Hurayra

Label : Abu Ubayda

Oi Chader Alo Aj Lagena Valo Lyrics


ঐ চাঁদের আলো আজ লাগেনা ভালো কেনো জানিনা
তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানিনা, প্রভু

পৃথিবীর এতো রুপ রঙ্গ, সেওতো হয়ে যাবে ভঙ্গ।
তোমার রহম আর তোমার করম ছাড়া।
তাইতো আজ আর কাদিনা, তুমি ছাড়া এই

নদীর কলতান, পাখির কুহুগান, চিরদিন সে নাহি রবে।
সাধের এ জীবন মুছে দেবে মরন, এ জীবনে কি হবে।

তোমার করুনা ছাড়া, জীবন আমার দিশেহারা।।
তারি রুপে আর তারি মোহে।
তাইতো আজ আর ভাবিনা, তুমি ছাড়া এই


সমাপ্ত


আসা করবো এই গানের গানটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook