Gojol: Priyo Jannat
Singer: M. H Sharif
Lyrics: Imdadul Hoque Rayhan
Tune: G.M Kibria Arsad
Sound Design: Humayun Kabir Tarif
Video Director: Imranul Farhan
Record Label: Studio Talha
Gfx: Abu Taher
Label : Tune Hut.
আল্লাহ তোমার প্রিয় জান্নাত লিরিক্স - Allah Tomar Priyo Jannat Lyrics
দিয়োছো তুমি যে কত নাজ নেয়ামত (২)
তবুও তোমার কাছে করি মোনাজাত
এ পাপিরে ক্ষমা করে কাল আখিরাত
দিয়োগো তোমার গড়া প্রিয় জান্নাত
আল্লাহ তোমার গড়া প্রিয় জান্নাত, প্রিয় জান্নাত
দিয়োছো তুমি যে কত নাজ নেয়ামত
অনন্ত সুখেতে ভরা সেই বাগিচা, যেখানে জীবন শুধু আনন্দময়
আর প্রবাহিত ঝর্না দুধের মহর, নাহি যেতে চায় বলো কোন সে হৃদয় (২)
আমিও তাদের মতো এক যে নগন্ন, ফরিয়াদে কেদে কেদে বলি নিশিরাত
এ পাপিরে ক্ষমা করে কাল আখিরাত, দিয়োগো তোমার গড়া প্রিয় জান্নাত
আল্লাহ তোমার গড়া প্রিয় জান্নাত, প্রিয় জান্নাত, প্রিয় জান্নাত
দিয়োছো তুমি যে কত নাজ নেয়ামত......
যেখানে চতুর দিকে আতরের গ্রান, মায়া ভরা হুরদের তরতাজা প্রাণ
ফেরেস্তাদের সাথে হবে কথার আসন, থাকবে যেথায় হারা ফলের বাগান (২)
জান্নাতে নাহি যদি ঠাই কিভাবে তোমার প্রভু পাবো স্বাক্ষাত
এ পাপিরে ক্ষমা করে কাল আখিরাত, দিয়োগো তোমার গড়া প্রিয় জান্নাত
আল্লাহ তোমার গড়া প্রিয় জান্নাত, প্রিয় জান্নাত, প্রিয় জান্নাত, প্রিয় জান্নাত
আল্লাহ তোমার গড়া প্রিয় জান্নাত
সমাপ্ত
আসা করবো এই গানটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া