ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি সম্পর্কে কিছু কথা
ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি একটি বিনোদন মুলক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে মুলত মানুষ কে হাসানোর জন্য ভিডিও করে থাকে। সময়ের সেরা বিনোদন টি ফুটেয়ে তোলার চেষ্টা করে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেল এর সকল সহ কর্মিরা।
ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলটি পহেলা অক্টোবর ২০১৮ইং সালে যাত্রা শুরু করে। বর্তমান ফ্যামেলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলটি প্রথমে দেশি সিআইডি নামে ভিডিও এর মাধ্যমে বিনোদন দেয়া শুরু করে। সকলের অভিনয়ের মাধ্যমে কিছু দিনের মধ্যেই ১ লক্ষ সাবস্ক্রাইব লাভ করেন।
বর্তমানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলের 1.80+ মিলিয়ন সাবস্ক্রইব রয়েছে। দেশি সিআইডি পর চ্যানেলটি মানুষকে নানামুখি বিনোদন দেওয়ার চেষ্টা করে আসছে। মানুষকে সামাজিক বিনোদন দিয়ে যেভাবে মানুষকে হাসিয়েছে চ্যানেলটি ঠিক তেমনি মানুষের ভালবাসাও পেয়েছে চানেলটি।
ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলটি সামাজিক বিনোদনমুলক চ্যানেল। সহজ ভাবে বলতে গেলে এখানের ভিডিও পরিবারের সবাই মিলে দেখা যায় ।
ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এর রাকিব হাসান, খাইরুল ইসলাম জিসান, মাকসুদুর রহমান, ওলো ভাড়া (উদাস শরিফ ভাই), সাকিব, ক্রাস, কবি সাহেব সহ সকলের অভিনয়ই মানুষকে মুগ্ধ করে। মনে প্রতিটা অভিনেতাই যেন একেকটি আর্ট।
তাছাড়াও একটি বিশেষ দিক হলো এই চ্যানেলে এখন পর্যন্ত কোন মেয়ে মানুষের প্রয়োজন পরেনি । লেরিমনি আর চাচির অভিনয় মেয়েদেরকেও হার মানায়।
যেহেতু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এর কোন ভিডিও আমি মিস করি না, অপেক্ষায থাকি ভিডিও দেখার জন্য। তাই কিছু কথা লিখলাম। ধন্যবাদ সবািইকে।