Song: Pora Kagoj | পোড়া কাগজ
Singer: Asif Akbar/আসিফ আকবর
Lyrics: Mithu Hasan
Tune: Rajesh
Label: Soundtek
Pora Kagoj Lyrics - পোড়া কাগজ লিরিক্স
পোড়া কাগজের মতো আমার এই মনটাকে
পোড়া কাগজের মতো আমার এই মনটাকে
পুড়ে পুড়ে করেছ ছাই
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
আর কত প্রতিশোধ এভাবে নেবে?
আর কত দুঃখ আমাকে দেবে?
ও, আর কত প্রতিশোধ এভাবে নেবে?
আর কত দুঃখ আমাকে দেবে?
একটাই অনুরোধ, নিয়ো না প্রতিশোধ
একটাই অনুরোধ, নিয়ো না প্রতিশোধ
একটু বাঁচতে চাই
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
কেন হলে নিষ্ঠুর, বলো একবার
কী এমন ক্ষতি করেছি তোমার?
ও, কেন হলে নিষ্ঠুর, বলো একবার
কী এমন ক্ষতি করেছি তোমার?
পারি না কিছুতে এ আগুন নেভাতে
পারি না কিছুতে এ আগুন নেভাতে
একা একা শুধু জ্বলে যাই
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
পোড়া কাগজের মতো আমার এই মনটাকে
পোড়া কাগজের মতো আমার এই মনটাকে
পুড়ে পুড়ে করেছ ছাই
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
সমাপ্ত
আসা করবো এই গানের গানটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া