Audio Credit:
Song: Sona Bou | সোনা বউ
Singer: Akash Mahmud & Moni Chowdhury
Lyrics & Tune: Moni Chowdhury
Music: Akash Mahmud
Mix Master: Ashique Mahmud
Label: E-Sound Music
সোনা বউ লিরিক্স | Sona Bou Lyrics
সোনা বউ, বউ বউ বউ, সোনা বউ, বউ বউ বউ,
কোন কাজে মন বসে না মন চায় সব চায় ছারিতে
চারিদারে চাদখানা মুখ দেখতে পাই লাল শাড়িতে
সোনা বউ রাইখা আইছি বাড়িতে, বাড়িতে
সোনা বউ রাইখা আইছি বাড়িতে,
এসব কথা কন সোয়ামী লাজে মরি অকালে
পারা পরশি বউ পাগলা কইবো হেসে সকলে
বেহায়া জামাই জুঠছে কপালে, কপালে
বেহায়া জামাই জুঠছে কপালে
দুধে আলতা গায়ের বড়ন বাকা দাতের মুখের হাসি
কেমনে বুঝাই সোনা বউরে কত ভালবাসি
সাত জনমের ভাগ্য আমার পাইছি এমন স্বামী
খোদার পরে আমার কাছে আপনি বেশি দামি
এমন সুন্দর বউ থাকিলে, এমন সুন্দর বউ থাকিলে
মন থাকে না মনেতে...
বেহায়া জামাই জুঠছে কপালে, কপালে
বেহায়া জামাই জুঠছে কপালে
সোনা বউ রাইখা আইছি বাড়িতে, বাড়িতে
সোনা বউ রাইখা আইছি বাড়িতে,
পায়ে আলতা চোখে কাজল হাতে রেশমি চুরি
রুপে গুনে সোনা বউয়ের নেইকো কোন ঝুড়ি
স্বামী আমার রসিক ভারি রসের কথা কয়
এমন স্বামীর জালাতে জলতে মনে লয়.....
আসমানের চাঁদ ভাল লাগে না, আসমানের চাঁদ ভাল লাগে না
চাদ যে আমার ঘরেতে
বেহায়া জামাই জুঠছে কপালে, কপালে
বেহায়া জামাই জুঠছে কপালে
সোনা বউ রাইখা আইছি বাড়িতে, বাড়িতে
সোনা বউ রাইখা আইছি বাড়িতে,
বুকের খাচায় খুব জতনে পোষা পরান পাখি
সেই পাখিটা তুই সোনা বউ তাই আদরে রাখি
এত ভালবাসা পেয়ে মনে লাগে ভয়
বেশি ভালবাসা যদি কপালে না সয়....
অমন কথা কয়না মুখে, অমন কথা কয়না মুখে
আয়না একটু বুকেতে।
সোনা বউ রাইখা আইছি বাড়িতে, বাড়িতে
সোনা বউ রাইখা আইছি বাড়িতে,
বেহায়া জামাই জুঠছে কপালে, কপালে
বেহায়া জামাই জুঠছে কপালে
সমাপ্ত
আসা করবো এই গানটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া