O Kanai Paar Kore De Lyeics | কানাই পার করে দে আমারে লিলিক্স | Kamruzzaman Rabbi

O Kanai Paar Kore De Lyeics | কানাই পার করে দে আমারে লিলিক্স | Kamruzzaman Rabbi

কানাই পার করে দে আমারে - কামরুজ্জামান রাব্বি

কথা: সারি গান

সুর: প্রচলিত

Label : Asian Music.

O Kanai Paar Kore De Lyeics | কানাই পার করে দে আমারে লিলিক্স


কানাই  ও কানাই পার করে দে আমারে

আজিকার মথুরার বিকি দান করিব তোমারে (২)



তুমিতো সুন্দর কানাই তোমার ভাঙ্গা নাও, আরে ও.....ও...ও

তুমিতো সুন্দর কানাই তোমার ভাঙ্গা নাও

কোথায় রাখবো দইয়ের পশরা, ও কানাই - ও কানাই

কোথায় রাখবো দইয়ের পশরা কোথায় রাখবো পাও


কানাই  হো হো হো কানাই পার করে দে আমারে

আজিকার মথুরার বিকি দান করিব তোমারে... (২)



শুনে কানাই বলে তখন শোন রসবতি

ভরাকালে ভরা গাঙ্গে কেন এলে যুবতি (2)


কানাই  হো হো হো কানাই পার করে দে আমারে

আজিকার মথুরার বিকি দান করিব তোমারে (2)


আগা নায়ে রেখে দই মাঝখানেতে বস

ফুটিক ফুটিক ফেল জল লজ্জায় কেন ভাস।

কানাই  হো হো হো কানাই পার করে দে আমারে

আজিকার মথুরার বিকি দান করিব তোমারে।


সর্ব্ব সখী পার করিতে নেব আনা আনা

রাধিকারে পার করিতে নেব কানের সোনা।


কানাই  হো হো হো কানাই পার করে দে আমারে

আজিকার মথুরার বিকি দান করিব তোমারে

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন