Ovimani Roddure Lyrics | অভিমানি রোদ্দুরে লিরিক্স | Operation Sunderbans | Habib Wahid | Nandita | Movie Song Lyrics

Ovimani Roddure Lyrics | অভিমানি রোদ্দুরে লিরিক্স | Operation Sunderbans | Habib Wahid | Nandita | Movie Song Lyrics


Song : Ovimani Roddure

Singer : Habib Wahid & Nandita

Music Director : Aamlaann Chakraabarty

Lyrics : Sanjukta Saha Mishu

Arrangment & Programming : Bob SN

Mix Master : Rupojjwal Majumder

Language : Bengali

Label : G Series

Ovimani Roddure Lyrics | অভিমানি রোদ্দুরে লিরিক্স

অভিমানী রোদ্দুরে 

মেঘ জমেছে চুপ করে

খাম খেয়ালি দিনজুরে

রূপকথা মন যায় উড়ে


অভিমানী রোদ্দুরে 

মেঘ জমেছে চুপ করে

খাম খেয়ালি দিনজুরে

রূপকথা মন যায় উড়ে


এলোমেলো হাওয়া

আলতো ভালোলাগা 

মিথ্যে গল্প সাজায়


এলোমেলো হাওয়া

আলতো ভালোলাগা

তাকে ছুঁয়ে ছুঁয়ে যায়

প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই

প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই



এলোমেলো হাওয়ায়

শুধু তুমি ছুঁয়ে যাও

ঝড়ে পরা পাতায়

শুধু গল্প বলে যায়


আমারি ঘুমঘোরে

স্মৃতিরা খেলা করে

ভাবছি শুধুই তোমায়

আমারি ঘুমঘোরে

স্মৃতিরা খেলা করে

ভাবছি শুধুই তোমায়


প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই

প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই


চোখের অভিমানে

নোনা জলে মিশে যায়


সুরের ভেজা মেঘে

তুমি বৃষ্টি হয়ে যাও

আমায় ডেকে বলো

সন্ধ্যে হয়ে এলো

হাতটা একটু ধর

আমায় ডেকে বলো

সন্ধ্যে হয়ে এলো

হাতটা একটু ধর


প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই

প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই


একমুঠো আদরে

চোখ ভরা কাজলে

হেরে যাওয়া আমি.....

সমাপ্ত


আসা করবো এই গানের গানটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook