আমার সোনার ময়না পাখি ৩ লিরিক্স | Amar Sonar Moyna Pakhi 3 Lyrics | Samz Vai | Music Video | Bangla New Song 2022

আমার সোনার ময়না পাখি ৩ লিরিক্স | Amar Sonar Moyna Pakhi 3 Lyrics | Samz Vai | Music Video | Bangla New Song 2022

Audio Credit:

Song: Amar Sonar Moyna Pakhi 3

Singer: Samz Vai

Lyrics: Rohan Raj

Tune & Music: Rohan Raj

Music Programming & Mix Master: ROHAN RAJ

Flute: Kamrul Ahmed

Label: E-Sound Music

আমার সোনার ময়না পাখি ৩ লিরিক্স | Amar Sonar Moyna Pakhi 3 Lyrics

Amar Sonar Moyna Pakhi 3 Lyrics In Bangla:


আমার সোনার ময়না পাখির চোখে জল

আমি আর সইতে পারিনা!

পাখি লুকাই লুকাই গড়াই চোখের জল

কষ্ট লাগে কইতে পারিনা!

 

প্রবাস জীবন বিষের মতোন


কষ্টে পরান বাঁচে!

ইচ্ছে করে উইড়া যাইতে

সোনা পাখির কাছে! (২ বার)

 


আমার সোনার ময়না পাখির চোখে জল

আমি আর সইতে পারিনা!

পাখি লুকাই লুকাই গড়াই চোখের জল

কষ্ট লাগে কইতে পারিনা।


থাকতে নাহি চাইরে মনে

পাখি টারে থুইয়া,

পেটের দায়ে আছি মুখ বুঁজে!

ওরে.. থাকতে নাহি চাইরে মনে

পাখি টারে থুইয়া,

পেটের দায়ে আছি মুখ বুঁজে!

মন টারে বান্ধিয়া।

 

ইচ্ছে করলেই যায়না

করা সব প্রবাস জীবনে!

যতোই দূরে থাকি পাখি থাকে মনে।


আমার সোনার ময়না পাখির চোখে জল

আমি আর সইতে পারিনা!

পাখি লুকাই লুকাই গড়াই চোখের জল

কষ্ট লাগে কইতে পারিনা!

 

বুঝতে যদি এই মনেতে

বইছে কত ঝড়!

বস্তু সুখের আশায় আপন

করতে হইছে পর,

ওরে.. বুঝতে যদি এই মনেতে

বইছে কত ঝড়!

বস্তু সুখের আশায় আপন

করতে হইছে পর।

 

দিন শেষে রাত বালিশ যখন

চোখের জলে ভিজে,

পাগল হইয়া ব্যাকুল মনটা পাখিটারে খুঁজে!


আমার সোনার ময়না পাখির চোখে জল

আমি আর সইতে পারিনা!

পাখি লুকাই লুকাই গড়াই চোখের জল

কষ্ট লাগে কইতে পারিনা (২)

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook