Song: Nodiro Opare Bondhur Bari | নদীর ওপারে বন্ধুর বাড়ী
Singer: Fazlur Rahman Babu | ফজলুর রহমান বাবু
Lyrics: Delower Arjuda Sharaf
Tune: Plabon
Director: A. Babul
Label: Sangeeta
নদীর ওপারে বন্ধুর বাড়ী লিরিক্স | Nodir Opare Bondhur Bari Lyrics
নদীরও ওহপারে বন্ধুয়ার বাড়ি, পানিতে ভাসে সারা গাও
নদীরও পানি নাচিয়া ওঠে, লাগিয়াহ পুবালী বাও
ওরে লাগিয়া পুবালি বাও (2)
গহিন ও জলে শ্যাওলা ভাসে বন্ধু ভাসে মনে
নদীরও পানি বাড়ে আমার চোখেরও বরিষণে (2)
আমি সাতার না জানি নাজানি বাইতে নাও
কেমনে যাব বন্ধুয়ার বাড়ি ওমাঝি আমায় লইয়া যাও
ও মাঝি আমায় লইয়া যাও
গভীরও রাতে জলে ধোঁয়া নিশিনাথের মুখ
অন্তর জুড়াই দেইখ্যা তারে খুঁজে পাইরে সুখ (2)
তুমি যদি নাহ আস না যদি দেখা দাও
নদীতে আমি ডুবিয়া মরি তুমি কি মনে প্রাণে চাও
ওরে তুমি কি মনে প্রাণে চাও (2)
নদীরও ওপারে বন্ধুয়ার বাড়ি, পানিতে ভাসে সারা গাও
নদীরও পানি নাচিয়া ওঠে, লাগিয়া পুবালী বাও
ওরে লাগিয়া পুবালি বাও (2)
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া