Song: Pagli Tita Mitha Bojhena
পাগলী তিতা মিঠা বোঝে না
Singer: Sourov Islam & Akash Islam
Lyrics: Akash Islam
Tune: Collected
Music: Tanzil Hasan
পাগলী তিতা মিঠা বোঝে না | Pagli Tita Mitha Bojhena Lyrics
পাগলী তিতা মিঠা বোঝে না
তিতা মিঠা বোঝে না
পাগলিরে জিলাপি দিও না (২ বার)
যে না বুঝে মর্ম, তার কিসেরই ধর্ম
যে না বুঝে মর্ম, তার কিসেরই ধর্ম
ভালোবাসা না থাকলে, ভাল লাগে না কর্ম
ভালোবাসা না থাকলে, ভাল লাগে না কর্ম
যে তোমায় বুঝে করবে আপন
তোমায় বুঝে করবে আপন
তারে ছেড়ে যেও না
পাগলিরে জিলাপি দিও না
পাগলী তিতা মিঠা বোঝে না
তিতা মিঠা বোঝে না
পাগলিরে জিলাপি দিও না
যে বুঝে না তোমার মূল্যবোধ
তোমার মূল্যবোধ
তুমি তারে খুজো রোজ
জীবন তোমার হচ্ছে বিফল
সেইদিকে নাও খোঁজ
সেইদিকে নাও খোঁজ
যে বুঝেনা তোমার মূল্যবোধ
তোমার মূল্যবোধ
তুমি তারে খুজো রোজ
জীবন তোমার হচ্ছে বিফল
সেইদিকে নাও খোঁজ
ভুল মানুষের ভুল জমিতে
ভুল মানুষের ভুল জমিতে
স্বপ্নের বীজ বুনো না
পাগলিরে জিলাপি দিও না
পাগলী তিতা মিঠা বোঝে না
তিতা মিঠা বোঝে না
পাগলিরে জিলাপি দিওনা
যে বুঝে না তোমার ভালো থাকা
তোমার ভালো থাকা
তার জন্য ঘর বানাইলা পাকা
তারে নিয়া ভাইবা তোমার
জীবন আঁকাবাঁকা (২ বার)
তারে নিয়া ভাইবা তোমার
জীবন আঁকাবাঁকা
ভুল মানুষের ভুল জমিতে
ভুল মানুষের ভুল জমিতে
স্বপ্নের বীজ বুনো না
পাগলিরে জিলাপি দিও না
পাগলী তিতা মিঠা বোঝে না
তিতা মিঠা বোঝে না
পাগলিরে জিলাপি দিও না (৩ বার)
পাগলিরে জিলাপি দিও না
পাগলিরে জিলাপি দিও না (২ বার)