পর মানুষে দুঃখ দিলে - আলমিনা নিতু
কথা: আক্কাস দেওয়ান
সুর: আক্কাস দেওয়ান
Label : Asian TV MUSIC
Por Manushe Lyrics - পর মানুষে দুঃখ দিলে লিরিক্স
পর মানুষে দুঃখ দিলে
দুঃখ মনে হয় না,
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !
সবার একজন মনের মানুষ,
প্রাণের মানুষ থাকে,
মন প্রাণ উজাড় করিয়া
ভালবাসে তাকে।
ভালবাসে যে যাহাকে
কষ্ট যেন দেয় না,
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !
পাথরের আঘাতে কেহ
খুশিতে হাসে,
ফুলের আঘাত পেয়ে কেহ
কেঁদে ধুলায় মিশে !
পাথরের আঘাত সয় বুকে,
ফুলের আঘাত সয় না;
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !
ভালবাসলে স্বার্থ ভুলে
ভালবাসিও,
ভাল যারে বাসিয়াছ
ভালবেসেই যাইও
আক্কাস দেওয়ান
মরলে কইও
বন্ধু যেন ছোঁয় না
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া