Raat Jaga Golpo Lyrics - রাত জাগা গল্প লিরিক্স | Anwesshaa & Barenya Saha | Durjoy Roy Biswas & Nisha Poddar

Raat Jaga Golpo Lyrics - রাত জাগা গল্প লিরিক্স | Anwesshaa & Barenya Saha | Durjoy Roy Biswas & Nisha Poddar

Singers - Anwesshaa & Barenya Saha

Music - Barenya Saha

Lyricist - Alamin Islam

Flute: Subhamoy Ghosh 

Tabla:   Subhra Sankha Sarkar 

Arrangers/Programmers - Dipesh Chakraborty

Mixed & Mastered - Debojit Sengupta

Raat Jaga Golpo Lyrics - রাত জাগা গল্প লিরিক্স

তুমি আমার যত অভিমান

চেনা  সুরে লিখে পাঠালাম,

যত  না বলা সব কথার উড়োখাম।

তুমি রাত জাগানো গল্প হও,

ঝরা পাতার  মত নিস্বঃ নও,

আমি  তোমার ছায়ায় গা ভাসালাম।


যেখানে সব কথারা শেষ

সেখানে  তোমাকে পেলাম।

যেখানে মন যায় অকারণ ,

আজ থেকে তোমার হলাম।


তুমি আমার যত অভিমান

চেনা  সুরে লিখে পাঠালাম,

যত  না বলা সব কথার উড়োখাম।

তুমি রাত জাগানো গল্প হও,

ঝরা পাতার  মত নিস্বঃ নও,

আমি  তোমার ছায়ায় গা ভাসালাম।


চেনা সুর,কথা হোক

হাতে হাত চোখে চোখ

 মন আমারি হলো ঘুড়ি কোন দেশে।

 যদি আলো নিভে যায়।

যদি সব ভিজে যায়,

তবু দুজনে যাবো ভেসে ভেসে।


তুমি আমি মন জলে

পাশাপাশি নৌকো ভাসালাম।

যত কিছু পেয়েছি,হতে চেয়েছি

শুধু তোমারি চেনা নাম।


তুমি আমার যত অভিমান

চেনা  সুরে লিখে পাঠালাম,

যত  না বলা সব কথার উড়োখাম।

তুমি রাত জাগানো গল্প হও,

ঝরা পাতার  মত নিস্বঃ নও,

আমি  তোমার ছায়ায় গা ভাসালাম।

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook