সব সখিরে পার করিতে - কামরুজ্জামান রাব্বি এবং ইলমা বখতিয়ার
কথা: খান আতাউর রহমান
সুর: আবু তাহের
Label : Asian TV Music.
Sob Sokhire Par Korite Lyrics | সব সখিরে পার করিতে লিরিক্স
সব সখিরে পার করিতে
নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি
তোমার কানের সোনা সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না।
ও সুজন সখিরে
প্রেমের ঘাটে পারাপারে
দরাদরি নাই
মনের বদল মন দিতে হয়
প্রেমের কথা জানিনা
মনের বদল করি না
পাড়ের কড়ি লইবা যদি লও
থাকো সখি ঋণী থাকো
কড়ি লব না সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
প্রেম ছাড়া প্রাণে বাঁচি না।
ও ঘাটের মাঝিরে
ভূতের মুখে রামনাম আর লইও না
লজ্জা শরম আছে কি বা নাই
রাম শ্যাম জানি না
ভূতের বাড়ি চিনি না
তোমায় সখি ঘরে নিবার চাই
তুমি বামন হইয়া চাঁদের পানে
হাত বাড়াইও না
বামন হইয়া চাঁদের পানে
হাত বাড়াইও না মাঝি গো
ও আমি কুলের বালা কুলে
আমার দিকে নজর দিওনা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া