bangla facebook sad status । fb bangla emotional status । love sad status bangla। sad status bangla 2023

bangla facebook sad status । fb bangla emotional status । love sad status bangla। sad 

bangla facebook sad status । fb bangla emotional status । love sad status bangla। sad status bangla 2023


status bangla 2023 

 


আমরা তাদেরকেই চাই ,

যাদের মনে আমাদের জন্য জায়গা নেই ।


Amra tader kei chai ,

Jader Mone amader jayga nei ...



“আবেগ হল মােমবাতি যা

কিছুক্ষণ পর নিভে যায়।

আর বিবেক হল সূর্য যা

কখনাে নেভে না।”


“মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট

ভর্তি টাকা থাকেনা!

মাথা ভর্তি টেনশন থাকে !”


“চিৎকার করে কখনও নিজেকে

নির্দোষ প্রমাণ করা যায়না!

মাঝে মাঝে চুপ থাকতে হয় !”



“যে ধোঁকা দেয়,

সে চালাক হতে পারে!

তবে যে ধোঁকা খায়,

সে বােকা নয়, সে বিশ্বাসী!”



“চায়ের কাপে ভেজানাে বিস্কুট

একটাই শিক্ষা দেয়। কারাে

প্রতি এতটাও ডুবে যেওনা

যাতে নিজেকেই

ভেংগে পড়তে হয়।”


সব মৃত্যু দেহের হয় না ,

কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় ।




যে আমার কান্নার কারণ খুঁজে না ,
সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না ।



“যেখানে স্বপ্নয় আমাদের
এক করতে পারে না
সেখানে বাস্তবতা তাে নির্মম।”



“কার ভিতরে কেমন মানুষ
লুকিয়ে আছে সেটা
শুধু সময় বলে দেয় …”


শরীরে আমি বেঁচে আছি 
স্মৃতিতে ধরেছে ক্ষয় ,
মনকেও আজ মানিয়ে নিয়েছি
আসলে মানিয়ে নিতে হয় ।



ছোট ছিলাম , সব ভুলে যেতাম 
সবাই বলতো 
"মনে রাখতে শেখো "
বড়ো হলাম , কিছু ভুলিনা এখন
কিন্তু দুনিয়া বলছে 
"ভুলে যেতে শেখো " ।



কেউ চায়না কাউকে ভুলতে
কিন্তু সময় ভুলিয়ে দেয় ,
কেউ চায়না কাউকে হারাতে
কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়  ।


“নিজেকে যদি শক্তিশালী করে
তুলতে চাও।
তাহলে একলা
কিভাবে থাকতে হয়,
তা শিখে নাও।”


“তীরটা যখন বুকে ডুখলো তখন
একটুও কষ্ট পায়নি,
যখন দেখলামলা মানুষটা
আমারি পরিচিত তখনই কষ্ট পেয়েছি।”


“যে বৃষ্টির ফোঁটা তােমায় আজ
নতুন প্রেমের স্পর্শ মাখায়,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম
দুচোখের জল লুকায়।”



“ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালাে থাকুক সে।”



একদিন অনেকগুলো
অভিযোগ লিখে হারিয়ে যাবো 
দূরে কোথাও ...

সমাপ্ত


আসা করবো এই আরটিক্যাল টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook