KAINDONA MA SHUKHEI ACHI PROBASHE LYRICS । কাইন্দোনা মা সুখেই আছি প্রবাসে লিরিক্স | হইছে কতোদিন আমার মারে দেখিনা লিরিক্স। GOGON ft. SUMAIYA

KAINDONA MA SHUKHEI ACHI PROBASHE LYRICS । কাইন্দোনা মা সুখেই আছি প্রবাসে লিরিক্স | হইছে কতোদিন আমার মারে দেখিনা লিরিক্স। GOGON ft. SUMAIYA

SONG- 

KAINDONA MA SHUKHEI ACHI PROBASHE(কাইন্দোনা মা সুখেই আছি প্রবাসে)

SINGER- GOGON SAKIB & SUMAIYA 

LYRICS -  ALEX SALAM, K NAYEM, GOGON SAKIB 

TUNE- GOGON SAKIB 

MUSIC,MIX & MASTER - MUNSHI JEWEL 

STARRING- GOGON, SUMAIYA, JEWEL & OTHERS 

DOP,EDIT,COLOUR - SEZAT KHAN 

PRODUCTION- GOGON SAKIB OFFICIAL TEAM

CHIEF AD- YAKUB RUHANY 

PRODUCTION MANAGER - MD NOBI 

POSTER- SM MOMEN

LABEL - GOGON SAKIB OFFICIAL

KAINDONA MA SHUKHEI ACHI PROBASHE LYRICS । কাইন্দোনা মা সুখেই আছি প্রবাসে লিরিক্স | হইছে কতোদিন আমার মারে দেখিনা লিরিক্স

ফুটবে হাসি মা বাবার আর চলবেরে সংসার

ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার (২)


পরিবার পরিজন রাইখা আইছিরে প্রবাসে

মাথার ঘাম পায়ে ফালাই টাকা পাঠাই দেশে


বোনের লইগা কানের দুল ভাইয়ের মোবাইল ফোন

কত কিছুর ধরছে বায়না আত্মিয় সজন


হইছে কতদিন আমার মারে দেখি না

খেয়ে মার আচলে  মুখ মুছতে পারি না

কষ্ট চাইপা মুচকি হাইসা মায়ের কাছে কইছি

কাইন্দ না গো  কাইন্দনা মা আমি সুখে আছি


দেহ আমার প্রবাসেতে মনটা ঠিকি দেশে

রাত্রী হলে দেশের মায়ায় যায়রে দুচোখ ভেসে (২)


সবার ইচ্ছে করতে পুরন, করলাম জীবন শেষ

টাকার ভাবে সবাই এরিই নাম বিদেশ


মা ফোনে কয় খোকারে তুই আছিসরে কেমন

তোর লাগিয়া আমাদেরও কাইন্দা উঠে মন


হইছে কতদিন আমার মারে দেখি না

খেয়ে মার আচলে  মুখ মুছতে পারি না

কষ্ট চাইপা মুচকি হাইসা মায়ের কাছে কইছি

কাইন্দ না গো  কাইন্দনা মা আমি সুখে আছি (২)

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন