NETA 2 Lyrics | নেতা ২ লিরিক্স | ZR MAMU | BANGLADESHI RAP SONG | S Music Production | আজ নাইরে নাই নাই দেখি সাধিনতার দাম

NETA 2 Lyrics | নেতা ২ লিরিক্স | ZR MAMU | BANGLADESHI RAP SONG | S Music Production | আজ নাইরে নাই নাই দেখি সাধিনতার দাম


Song : Neta 2 - (নেতা ২)

Singer : ZR Mamu

Lyric & Tune : ZR Mamu

Rap : ZR Mamu

Music/Beat : Nadim Hosen

CEO & Founder : Sujaul Islam

Label : S Music Production 

NETA 2 Lyrics | নেতা ২ লিরিক্স

Lyrics of  Rap Song

আজ নাইরে নাই নাই দেখি সাধিনতার দাম

আজকে চোর বাটপার রা নেতা হইছে দেশে ওগো নাম

হায়রে করছে কিতা কাম খোদার কসম লাগে থাম

গরিব কস্ট কইরা বাচে ওরা ঝরায় গায়ের ঘাম

আজ জানোয়ার হিংসেরা চুসে খায় দেশ

ওদের চোরা চালান আবার দেখি অবইধ্য ক্যাশ

লুইটা পুইটা খায়া দেশ ওরা করছে পুরা শেষ

খালি মুখে মুখে বইলা বেরায় স্বাধীন বাংলাদেশ। 

আরে যা কইরা খা চিনি লারায় দিয়া চা

আজকে তোগো সময় কালকে আমগো নাইগা সমস্যা।

আরে ভোটের আগের সালা চাচা কেমন আছেন ভাই

এহন জিত্তা গেছি আমি নেতা কিচ্ছু মনে নাই।

তোগো টাকায় চলি টাকা মাইরা ফুরতি ফিরা খাই

তোগো টাকায় ভরি বংক ব্যালেন্স আর ইন্ডাস্ট্রি বানাই।

নেতায় সাথ্যের উপর লউরায় এহন টেকা পয়সা চিন্না

দেহো মাইনসের টাকায় বউরে দেয় দামি গয়না কিন্না।


আজকে সত্য কথা কইলে দুষি মিথ্যা কথার দাম

আগে নিজের পকেট ভরি পরে উন্ননের কাম।

সালাম পকেট কদ্দুর ভরছেন আর কাজ কদ্দুর করছেন

ভোটের আগে কইলাম আমগো নেতা পায়ে আয়া পরছেন

এহন ডিম হালি কিনতে গেলেও ৫০টাকা কাকা

আরে অরধ্যা বাজার করতে গেলে পকেট পুরা ফাকা।

আমার মাস চলতে হয় পুরা পাচ হাজার দিয়া

আমি কই যাইয়া দারামু এহন পরিবারের নিয়া।

ঘরে চাল নাই ঘরে ডাল নাই আর নাই নুন আর তেল

আমগো জীবন লইয়া রঙ তামাশা যত্য পারছ খেল।

হুন রোজ হাসরে তোগো কইলাম জবাব দিতে হইবো

তহন করা গন্ডায় তোগো কইইলাম খোদায় হিসাব লইবো।

তহন জবাব দিবি কি তোর পাপের খাতা ভাড়ি

ওনে দেহায় তোর লাভ হইবো না টাকা পয়সা বাড়ি।

আরে সময় থাকতে ভালো হইয়া সৎ রাস্তা চিন

ভাইরে ভালোবাসবো মানুষ তোরে ভালো কাটবো দিন।

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন