Tomar Akash Duti Chokhe Lyrics | ওগো তোমার আকাশ দুটি চোখে | Arpita Biswas Bengali Song | Nirmala Mishra

Tomar Akash Duti Chokhe Lyrics | ওগো তোমার আকাশ দুটি চোখে | Arpita Biswas Bengali Song | Nirmala Mishra

Song: Tomar Aakash Duti Chokhe ami hoye gechi tara

Singer: Arpita Biswas

Music Re arrangement : Tamal Sarkar & Papan Subhendu 

Mixing & Mastering: Papan Subhendu

D.O.P: Aniket Mukjerjee

Makeup Artist: Sumit Samanta

Costume and jewelry: Anwiksha Banerjee


Original Song Credits:

Song Credit:

Song: Tomar Akash Duti Chokhe

Album Title: All-Time Greats

Artist: Nirmala Mishra

Music Director: Ravindra Jain

Lyricist: Bhabesh Gupta

Tomar Akash Duti Chokhe | ওগো তোমার আকাশ দুটি চোখে

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।


এই জীবন ছিল,

নদীর মতো গতিহারা।

এই জীবন ছিল,

নদীর মতো গতিহারা - দিশাহারা।


ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।


আগে ছিল শুধু পরিচয়,

পরে হলো মন বিনিময়।

আগে ছিল শুধু পরিচয়,

পরে হলো মন বিনিময়।


শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়,

শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।


আজ যখনই ডাকি,

জানি তুমি দিবে সাড়া।

এই জীবন ছিলো,

নদীর মতো গতিহারা - দিশাহারা।


ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।


গানে নতুন করে এলো সুর,

এ যেন আগের চেয়ে সুমধুর।

গানে নতুন করে এলো সুর,

এ যেন আগের চেয়ে সুমধুর।


নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর,

নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর।


বয়ে চলেছে যে তাই,

ভালবাসার একধারা।

এই জীবন ছিলো,

নদীর মতো গতিহারা - দিশাহারা।


ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।


][ সমাপ্ত ][

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook