Hai Re Sarther Duniya Lyrics | হায়রে স্বার্থের দুনিয়া লিরিক্স | Sukumar Baul | Bangla New Song 2023

 Song :  Hai Re Sarther Duniya

Singer : Sukumar Baul 

Lyric : Jashim Uddin Akash

Tune : SK Sanu

Music : Musfiq Litu

Edit : Si Alif (Tj Team)

DOP & Color : Tj Team

Direction : Ah Turjo

Distribution : P Tune Studio

Label : BD29 Multimedia

Hai Re Sarther Duniya Lyrics | হায়রে স্বার্থের দুনিয়া লিরিক্স


হায় রে স্বার্থের দুনিয়া 

কেউ তো কারো না 

যারে তুমি আপন 

ভাব বা সেই তোমার না 

মিথ্যে মিথ্যে মায়া করে 

তারাই তো  ক্ষতি করে

কাছে না থাকিলে সেই তো

ক্ষতি করতে পারবে না 


পানি কাটলে দুইভাগ হয় না

পর কোন দিন আপন হয় না 

পরে লাগি যতই করো 

পর তো আপন হইবো না 


স্বার্থের জন্যে  মানুষ নষ্ট 

 সঙ্গ দুষে সঙ্গী নষ্ট রে 

মানুষ চিনতে চাইলে 

করো একটু লেনাদেনা 

তবে যাবে মানুষ চেনা 

হায়রে স্বার্থের দুনিয়া

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন