Song: Kafon Amar Apon
Singer: Hujaifa Islam
Lyric Sayed Ahmad & Tareq Mahmud
Tune: Sayed Ahmad
Record Label: Holy Tune Studio
Sound Design: Khizir Muhammad
Gfx : Tawhid Jamil
Video : Holy Tune Team
Kafon Amar Apon Lyrics | কাফন আমার আপন লিরিক্স
কাফন আমার আপন কবর আমার ঘাঁটি
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
কাফন আমার আপন কবর আমার ঘাঁটি
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
থাকতে হবে নিরালায় একা একা বাঁশ তলায়
থাকতে হবে নিরালায় একা একা বাঁশ তলায়
চতুর্দিকে রবে শুধু মাটি
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
কাফন আমার আপন কবর আমার ঘাঁটি
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
সাড়ে তিন হাত মাটির ঘর
কারো আপন কারো পর
কারো হবে ফুলেরই বাগান
কারো বা হবে জাহান্নাম
সাড়ে তিন হাত মাটির ঘর
কারো আপন কারো পর
কারো হবে ফুলেরই বাগান
কারো বা হবে জাহান্নাম
আমলনামায় সেইদিন হবে আঁধার ঘরের বাতি
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
মনকারনাকির আসিবে সওয়াল জওয়াব করিবে
না পারিলে সওয়াল এর জওয়াব
শুরু হবে কবরের আজাব
মনকারনাকির আসিবে সওয়াল জওয়াব করিবে
না পারিলে সওয়াল এর জওয়াব
শুরু হবে কবরের আজাব
কঠিন কস্টে রইবো পড়ে কাটবে না ঘোর রাতি
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
জানিনা হাসর মাঠে কেমোনে বা দিন কাটে
আপন হয়ে কেহ রবে না
রবে শুধু প্রভু রাব্বানা
জানিনা হাসর মাঠে কেমোনে বা দিন কাটে
আপন হয়ে কেহ রবে না
রবে শুধু প্রভু রাব্বানা
প্রভু সেইদিন রহম করো হয়ে চিরসাথী
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
কাফন আমার আপন কবর আমার ঘাঁটি
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
থাকতে হবে নিরালায় একা একা বাঁশ তলায়
থাকতে হবে নিরালায় একা একা বাঁশ তলায়
চতুর্দিকে রবে শুধু মাটি
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া