Song : Shomoy Ache Akhono
Singer : Abu Rayhan
Lyric : Mahmud Faysal
Tune : Mahmud Faysal
Video : Nasheed Film
Dop: Mamun Khan
Video Editing : Imran
Label : Nasheed Record
আল্লাহ চিনলি না লিরিক্স | Allah Cinli Na Lyrics | Abu Rayhan | | ভুইলা যাওরে দুনিয়াটা সময় আছে এখনো লিরিক্স
ভুইলা যাওরে দুনিয়াটা সময় আছে এখনো
ভুল শুধু আর ভুলের পথে কত রবে আর (২)
আল্লাহ্ চিনলি না, মালিক চিনলি না, (২)
চিনলিনারে কে দেখালো এই যে দুনিয়া (২)
ওরে অবুঝ মন, ওরে বোকা মন,
ওরে পাগল মন, অরে অবুঝ মন
অবহেলায় কাটছে সময় ডুবে রঙ্গ রসে
চুপে সারে বারছে বয়স থাকছে বয়স থাকছে নাতো বসে (২)
হবে কথন হুস অরে মন বলা,
হবে কথন হুস অরে মন বলা,
আল্লাহ্ চিনলি না, মালিক চিনলি না, (২)
চিনলিনারে কে দেখালো এই যে দুনিয়া (২)
ওরে অবুঝ মন, ওরে বোকা মন,
ওরে পাগল মন, অরে অবুঝ মন
অন্ধকারে ডুবে ভাবিস আছিস আলো জুরে
থাকতে বেলা আয় ফিরে আয় জান্নাতেরি নিরে (২)
শুনরে আহবান অরে পথভোলা,
শুনরে আহবান অরে পথভোলা
আল্লাহ্ চিনলি না, মালিক চিনলি না, (২)
চিনলিনারে কে দেখালো এই যে দুনিয়া (২)
ওরে অবুঝ মন, ওরে বোকা মন,
ওরে পাগল মন, অরে অবুঝ মন
ভুইলা যাওরে দুনিয়াটা সময় আছে এখনো
ভুল শুধু আর ভুলের পথে কত রবে আর (২)
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া