আমারে একা কইরা লিরিক্স | Amare Eka Koira Lyrics | NOWSHIN | Atif Ahmed Niloy | Mobarok | New Bangla Song 2023

 Song Credit - 

Song : Amare Eka Koira

Singer : NOWSHIN

Lyrics : NOWSHIN

Tune : NOWSHIN

Music : Din Islam Sharukh

Production : Samsul Official

Label : Samsul Official

আমারে একা কইরা লিরিক্স | Amare Eka Koira Lyrics

আমারে একা কইরা কই ঘুমাইয়া রইলিরে

তোর লাগিয়া মনটা আমার ভীষন পোড়া পোড়েরে

পৃথিবীতে তুই ছাড়া আপন আমার কেউ নাইরে

তোরে ছাড়া একলা আমি কেমনে ভাল থাকিরে

কথা ছিলো আমায় ছাইড়া কোন দিনো যাবি না

এমন ভালবাইসা গেলি ভুলতে তোরে পারি না

বইলা ছিলি বন্ধুরে তুই বানাইবি সুখের ঘর

সে ঘরেতে দুজন মিলে সাজাইব সংসার


সবিই তো ঠিকি ছিলো, হঠাৎ একটা ঝড় এলো

সে ঝেড়েতে দুজনারে দু দিকে সরইয়া দিলো


ভাইঙ্গা গেলো সংসার আমার, চইলা গেলি কবরে

অই কবরে কবে যাবো, সেই দিন আমি গুনিরে


আমারে একা কইরা কই ঘুমাইয়া রইলিরে

তোর লাগিয়া মনটা আমার ভীষন পোড়া পোড়েরে

পৃথিবীতে তুই ছাড়া আপন আমার কেউ নাইরে

তোরে ছাড়া একলা আমি কেমনে ভাল থাকিরে


খোদার কাছে মোনাজাতে শুধু আমার দাবিরে

খোদা যেন ওই পারেতেতোর মুখ  দেখায়রে


বিধি কেনো তোর আমার মরন, একসাথে দিলোনা

তোরে ছাড়া দুনিয়াতে বাইচা থাকা কষ্টরে


আমারে একা কইরা কই ঘুমাইয়া রইলিরে

তোর লাগিয়া মনটা আমার ভীষন পোড়া পোড়েরে

পৃথিবীতে তুই ছাড়া আপন আমার কেউ নাইরে

তোরে ছাড়া একলা আমি কেমনে ভাল থাকিরে

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন