গান- আর হবেনা দেখা | Ar Hobena Dekha
শিল্পী- সাদমান পাপ্পু | Sadman Pappu
গীতিকার ও সুরকার- রাসেল মিয়া
সঙ্গীত পরিচালক- Z H Babu
বাশিঁ বাদক- সুমন
মডেল- তানিন শোভা ও আনন খান
চিত্রগ্রহণ- স্বপন খান
পরিচালনা- কামরুজ্জামান পুতুল
কৃতজ্ঞতা- সুমাইয়া রহমান মীম
প্রযোজনা- তারেক খান
লেবেল- TK Bangla TV
আর হবেনা দেখা লিরিক্স | Ar Hobena Dekha Lyrics
ফুলের মতো নিষ্পাপ ছিলো
তোর আমার ভালোবাসা,
স্বপ্ন গুলো হারিয়ে গেছে
অপূর্ণ সব আশা।
কলিজার ছুটি ভেঙে গেছে..
ভিজিয়ে চোখের পাতা,
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা,
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।
আমার অন্ধকারে আকাশ ছিলে
আলোর হাতছানি,
অশান্ত মন ভরে যেতো
দেখেরে ওই মুখখানি।
আগের মতো সবইতো আছে..
শুধু ভেতর ঘরটা ফাঁকা।
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা,
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।
আমার পাগল মনের শত আবদার
পূর্ণ কে করিবে,
দেরি করে ফিরলে বাড়ি
অভিমান কে করিবে।
দুটি দেহ হতেই তো পারে
একটা ছিল আবদার।
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা,
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া
💚 নতুন নতুন মুভি ডাউনলোড করেুন
💚 নতুন বাংলা লিরিক্স পড়তে এই লিংকে ক্লিক করুন
💚 নতুন নতুন প্রযুক্তর খবর দেকতে এখানে ক্লিক করুন
💚 বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন ফরমেট/টেমপ্লেট দেখতে এখানে ক্লিক করুন