প্রিয় ভিজিটর আসসালামু আরাইকু, আশা করছি ভাল আছেন বর্তমানে আপিন Bapuram Sapure Lyrics | বাপুরাম সাপুড়ে গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Bapuram Sapure Lyrics | বাপুরাম সাপুড়ে গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Bapuram Sapure Lyrics | বাপুরাম সাপুড়ে গানের লিরিক্স টি ভাল লাগবে। এস. মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ
Song : Baburam Sapure (বাপুরাম সাপুড়ে)
Singer : Mila
Lyric : Shahan Kabondho
Tune : Fuad
Music : Fuad
Album : Chapter 1
Director : Nazim
Language : Bangla
Label : G Series
Bapuram Sapure Lyrics | বাপুরাম সাপুড়ে লিরিক্স
বলছি তোমায় শুনে যাও,
একটু পলক ফেলে যাও,
সকাল, দুপুর, সন্ধ্যেটা
সঙ্গী সাথী করে নাও (2)
ফিরে যাও তুমি একটু পলক,
ফেলে যাও, ও বাপুরাম (2)
বাপুরাম সাপুড়ে, কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা (2)
ধুলোয় মোড়া মনে আমার
সুখের পাশে বসবাস
অজানা কোন সুখের নেশায়,
ছড়ায় শুধু দীঘ শ্বাস (2)
ফিরে যাও তুমি একটু পলক
ফেলে যাও, ও বাপুরাম (2)
বাপুরাম সাপুড়ে, কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা (2)
চোখে মুখে উদাসী ভাব
এখনও কোনহে আনে
চাইছে তোমায়, আর কাছে
আকাশে চাদের পানে
ঐ মনে ছায়া পলে
হতে পার চেনা জন
দেসাদি মাতাল আমি
শুভ্র ছায়ায় অচেতন
ফিরে যাও তুমি একটু পলক
ফেলে যাও, ও বাপুরাম (2)
বাপুরাম সাপুড়ে, কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা (2)
বাপুরাম সাপুড়ে, কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা (5)
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া
💚 নতুন নতুন মুভি ডাউনলোড করেুন
💚 নতুন বাংলা লিরিক্স পড়তে এই লিংকে ক্লিক করুন
💚 নতুন নতুন প্রযুক্তর খবর দেকতে এখানে ক্লিক করুন
💚 বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন ফরমেট/টেমপ্লেট দেখতে এখানে ক্লিক করুন