Song : Bhanga Tori Chera Pal (ভাঙ্গা তরী ছেড়া পাল)
Singer : Kisho Palash
Lyric & Tune : Rana Sheikh
Music : F A Sumon
Album : Joy Guru
Camera : Pappa
Edit & Color : Hasan Mahadi
Video Direction : Noman Robin
Language : Bangla
Label : Agniveena
Bhanga Tori Chera Pal Lyrics | ভাঙ্গা তরী ছেড়া পাল লিরিক্স
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল,
ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল,
এভাবে আর চলবে কতকাল।
তরী কিনারায় ভিড়াইয়া
ভাবি শুধু কাদিয়া,
কিনারায় ভিরাইয়া ভাবি শুধু কাদিয়া
যাবে কি এমনি দিনও হাল রে দয়াল,
এভাবে আর চলবে কতকাল।
আমার ভাঙা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল,
ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল,
এভাবে আর চলবে কতকাল।
জীবণ দিলা কাঞ্চা বাঁশের
খাচারই মতন,
যত্ন নেবার আগেই তাহা
ভাঙ্গে অবিরত, দয়াল ভাঙ্গে অবিরত।
ধনীরে ধন দিলা
গরীবের তুইলা পিঠের ছাল রে দয়াল,
এভাবে আর চলবে কতকাল,
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল,
ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল,
এভাবে আর চলবে কতকাল।
সুখের পাখি নীড় বাঁধিতে
যায়না সে ভুলে,
যত্ন করে নীড় বাঁধে হায়
সুখেরই দুকুলে, দয়াল সুখেরই দুকুলে।
তেলে চুলে তেল দিলা
বুঝলানা জটা চুলের হাল রে দয়াল,
এভাবে আর চলবে কতকাল।
আমার ভাঙা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল,
ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল,
এভাবে আর চলবে কতকাল।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া
💚 নতুন নতুন মুভি ডাউনলোড করেুন
💚 নতুন বাংলা লিরিক্স পড়তে এই লিংকে ক্লিক করুন
💚 নতুন নতুন প্রযুক্তর খবর দেকতে এখানে ক্লিক করুন
💚 বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন ফরমেট/টেমপ্লেট দেখতে এখানে ক্লিক করুন