Song : Bhulona Amay
Singer : Kona & Avraal Sahir
Lyrics : Ahmed Risvy
Tune & Music : Avraal Sahir
Drama : Bhulona Amay
Director : Jakaria Showkhin
Starring : Musfiq R. Farhan, Keya Payel, Kona & Avraal
Cinematographer: Kamrul Islam Shuvo
Label : Sultan Entertainment
Produced and Distributed by Sultan Entertainment.
Bhulona Amay Lyrics | পাশে থেকো চিরদিন ভুলোনা আমায় লিরিক্স
তোমার হাওয়ায় উড়া চুল
কানে রঙিন দুল
মিষ্টি যত ভুল,
ভালো লাগে আমায়
তোমার অবুঝ অভিমান
মায়ার পিছুটান
প্রিয় মৃদু গ্রাণ
ভালো লাগে আমার
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়,
ভুলোনা আমায়
ভুলোনা আমায় (২)
তুমি আছো হৃদয়ে
সবটা জুড়ে
তোমার ছায়া আমায়
রাখে ঘিরে
যত আসুক বাঁধা,
নামুক আঁধার
ছিন্ন হবে না প্রেম,
তোমার আমার
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়,
ভুলোনা আমায়
ভুলোনা আমায় (২)
জোসনার আচ্ছা যে,
তোমারই আলোয়
হৃদয় জুড়ে নামে
সুখেরই প্রলয়
একটাই পৃথিবী
তুমি জীবন আমার
তোমার মত, প্রিয়
কেউ তো নেই আর
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়,
ভুলোনা আমায়
ভুলোনা আমায় (২)
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া