Song : Ghum Jodi Na Ase Govir Rate
Artist : Rajiya Risha
Lyrics & Tune : Collected (সংগৃহীত) .
Genre : Vocal
Edit and Color : Ibrahim Ferdous
Label : Rajiya Risha
ঘুম যদি না আসে গভীর রাতে লিরিক্স | Ghum Jodi Na Ase Govir Rate provur preme jago tasbih Lyrics
ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে (৩)
পশু-পাখি, গাছ গাছালি
প্রভুর প্রেমে জেগে করে মিতালী (২)
মানুষ হয়ে তোমরা কেনো
মানুষ হয়ে তোমরা কেনো
গভীর ঘুমে আছো মেতে
ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে (২)
আকাশ বাতাস, গ্রহ তারা
পাহাড় নদী, ঝর্ণা ধারা (২)
পাখিদের কলতানে মিষ্টি সুরে
তোমার প্রেমে গেয়ে উঠে যেগে (২)
ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে (২)
সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায়
ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমারি দয়ায় (২)
সাগর নদী জোয়ার ভাটা
তোমার প্রেমে উঠে মেতে (২)
ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে (৩)
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া