Song : Jaan Re Tui (জানরে তুই)
Singer : F A Sumon
Lyric : Shohag Waziulla
Tune & Music : F A Sumon
Cast : Liton, Zara, Robi,
Director : M A Sobhan
Label : G-Series
Jaan Re Tui Lyrics | জানরে তুই লিরিক্স | F A Sumon || M A Sobhan | জান রে তুই এত নিঠুর হতে পারিসনা লিরিক্স
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা
টেনে নিয়ে বুকের মাঝে
ফেলে দিসনা মাটির কাছে
তুই ছাড়া আছে কে আমার
বেদনার তীর ছুঁড়ে
যাসনা এই হৃদয় খুঁড়ে
বুকে চেপে ব্যথারও পাহাড়
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা
ভাব দরিয়ার অথৈ জলে
ঝাঁপ দিয়েছি তুই আছিস বলে
আমি জানরে সাঁতার জানিনা
এখন আমি স্রোতের টানে
চেয়ে আছি তোর মুখের পানে
জলে ফেলে হাতটা ছাড়িসনা
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিস না
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা
মন জমিনের রাত-বি-রাতে
পথ চলেছি তোর মনের সাথে
আমি জানরে দিক যে চিনিনা
এখন আমি মরুর বুকে
যাসনা চলে তুই আমায় রেখে
বুকে টেনে কি নিতে পারিসনা
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা
টেনে নিয়ে বুকের মাঝে
ফেলে দিসনা মাটির কাছে
তুই ছাড়া কে আছে আমার
বেদনার তীর ছুঁড়ে
জাসনা রে এ হৃদয় খুড়ে
বুকে চেপে ব্যথার পাহাড়
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া
💚 নতুন নতুন মুভি ডাউনলোড করেুন
💚 নতুন বাংলা লিরিক্স পড়তে এই লিংকে ক্লিক করুন
💚 নতুন নতুন প্রযুক্তর খবর দেকতে এখানে ক্লিক করুন
💚 বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন ফরমেট/টেমপ্লেট দেখতে এখানে ক্লিক করুন