ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস - Love Facebook Status 2023

আপনি নিশ্চই বাংলা ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে এখানে এসেছেন। facebook বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিনিয়তই স্ট্যাটাস শেয়ার করি। একটি স্মার্ট ফেসবুক স্ট্যাটাস আপনাকে সবার সামনে তুলে ধরবে। এই পোষ্টে কিছু ফেসবুক স্ট্যাটাস শেয়ার করবো, আশা করি আপনারা পছন্দ করবেন।


ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস - Love Facebook Status 2023


ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস - Love Facebook Status 2023


আমাদের ওয়েভসাইটে আপনাকে স্বাগতম

এখানে থেকে আপনার পছন্দের ফেইসবুক স্টাটাস টি কপি করতে পারেন ধন্যবাদ।



ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ 

তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।



এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, 

এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে , 

যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, 

এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে।



আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে। 

কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? 

বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে। 

বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে।



প্রেম হলো সরল অংকের মত। 

সরল অংকে যেমন যোগ বিয়োগ গুন ভাগ ও বন্দনী থাকে। 

তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, 

বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ 

আর না পাওয়ার সিমাহীন বেদনা।



মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ 

ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত।



সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি 

হৃদযের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি।



বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য!! 

তুমি যে আমার আমি যে তোমার!!

তুমি শুধু আমার জন্যে!!



তোমায় আমি বলতে চাই,

তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। 

ভালবাসি শুধু তোমায় আমি,

জনম জনম ভালবাসতে চাই।



ফোন করতে পারিনা নাম্বার নাই বলে, 

খবর নিতে পারিনা সময় নাই বলে, 

দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে, 

শুধু sms করি ভালবাসি বলে!



হৃদয় জুড়ে আছ তুমি, সারা জীবন থেকো, 

আমায় শুধু আপন করে বুকের মাঝে রেখ!! 


তোমায় ছেড়ে যাবো নাতো আমি খুব দূরে, 

ঝড় তুফান যতই আসুক আমার জীবন জুড়ে!!



টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, 

কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, 

বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, 

মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য!!



চোখে আছে কাজল কানে আছে দুল,

ঠোট যেন রক্তে রাঙা ফুল, 

চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,

এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।



আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাদেঁ, 

তবে আমার অস্তিত্বের কোন মুল্য নেই



অভাবটা দুজনেরই ছিলো 

একজনের ভালোবাসার

 অন্যজনের বিশ্বাসের



বিশ্বাস তো কবেই হারিয়ে গেছে

মিথ্যে ভালোবাসার ভিড়ে। 

অনেকটাই পথ পেরিয়েছি

আর চাইনি পিছন ফিরে



 যতই বলোনা ভালোবাসি

 যতই হওনা প্রিয়!

তবু মিথ্যে ভালোবাসার চেয়ে

 একাকীত্বই শ্রেয়।



ভালোবাসার মানে হল 

 অভিমান করে অপেক্ষা করা।



পিছন থেকে ডাকার মানুষ সকলের থাকে না

যাদের থাকে তারা কখনও নিঃসঙ্গ নয়


দুঃখগুলো মুছে দেবো

সুরের মূর্ছনায় সারাটি জনম

রেখো আমায় তোমার

মনের পিঞ্জারায়



স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো।

সমুদ্রের ঢেউগুলো কিনারে আসতে

আসতেই যেমন বিলীন হয়ে যায়,

তেমনি বাস্তবতার সম্মুখীন হওয়ার ঠিক

আগের মুহূর্তেই স্বপ্নগুলো তার অস্তিত্ব হারায়



সব নিয়ন্ত্রণকে গুড়িয়ে দাও,

দাঁড়িয়ে থাকো সবার থেকে পৃথক ভাবে,

নিজের মস্তিষ্কের নয়

শুধু গুরুত্ব দাও নিজের মনকে


আমাদের আর একসাথে আকাশ

দেখা হলো না চাঁদ ওঠার আগেই

অমাবশ্যায় ঢেকে গেলো


কথাদে ছেড়ে যাবি না,

বাক্যটি একসময় ভালো

থেকো তে বদলে যায়


সমাপ্ত

আসা করবো এই গান আরটিক্যাল টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া


💚 নতুন নতুন মুভি ডাউনলোড করেুন

💚 নতুন বাংলা লিরিক্স পড়তে এই লিংকে ক্লিক করুন

💚 নতুন নতুন প্রযুক্তর খবর দেকতে এখানে ক্লিক করুন

💚 বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন ফরমেট/টেমপ্লেট দেখতে এখানে ক্লিক করুন

💚 নতুন ফেইসবুক স্টাটাস, মেসেজ দেখতে এখানে ক্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook