প্রিয় ভিজিটর আসসালামু আরাইকু, আশা করছি ভাল আছেন বর্তমানে আপিন MATI HOBORE LYRICS | মাটি হবোরে গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে MATI HOBORE LYRICS | মাটি হবোরে গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি MATI HOBORE LYRICS | মাটি হবোরে গানের লিরিক্স টি ভাল লাগবে। এস. মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song : MATI HOBORE (মাটি হবোরে)
Singer: Faisal Bin Asik & Nasim Nayan
Cast: Isha Khan Duray
Lyric & Tune: Faisal Bin Asik
Music: Nomon Nmn
Co-ordinated by Isha Khan Duray
Edit & Directed By MD RASEL
Language: Bangla
Label: Agniveena
MATI HOBORE LYRICS | মাটি হবোরে লিরিক্স
মাটির ওপর রব না, মাটি হবোরে।
খাটির ওপর শোবরে, মাটি হবোরে।
ঐ মাটি ডাক দিছে আমায়, যে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়।
ঐ আল্লাহ ডাক দিছে আমায়,
যে আল্লাহ মাটি থেইকাই বানাইছে আমায়।
ঐ আল্লার ডাকে আজ মাটির দেহ মাটি
হইবোরে।
ঐ মাটি পোড়ায় পোড়ায় বানাইছিলাম ইট,
ইট দিয়া বানাইছিলাম ইমারতের ভিত রে
আমার,
ইট দিয়া বানাইছিলা দেহঘরের ভিত।
দেয়ালের মাঝখানে হয় পাপ।পাপ
করার লাইগা আমায় বানায় নাই আশরাফ।
একটা মাটির পুতুল ভেঙে দ্যাখ মাটিই
পাবি রে।। এই দেহের কিসের আবার জিত?
মাটিতে মিশবে রে অপ,
তেজ, মরুত, ব্যোম, ক্ষিত। মানুষের কিসের
অহংকার! মাটিতে মিশ্যা গেলে খুইজ্যা
পাওয়াই ভার।
একটা মাটির কলস ভেঙে দেখ মাটিই পাবি রে।
এই মাটি জমে জমে কঠিন পাথর হয়।
ঐ পাথর ক্ষয়ে ক্ষয়ে মাটিই হইয়া যায়।
ফয়সাল হাত জোড় করিয়া কয়, মাটি দিয়া
তৈরি মানুষ 'মাটির মানুষ' হয়। একটা মাটির
দেয়াল ভেঙে দেখ মাটিই পাবি রে।
মাটির ওপর রব না, মাটি হব রে। খাটির
ওপর শোব রে, মাটি হবরে। ঐ মাটি ডাক
দিছে আমায়,
যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়।
ঐ আল্লাহ ডাক দিছে আমায়, যে আল্লাহ
থেইকাই বানাইছে আমায়।
ও আল্লাহ মাফ করো আমায় ও আল্লাহ
মাফ করো আমায়।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া
💚 নতুন নতুন মুভি ডাউনলোড করেুন
💚 নতুন বাংলা লিরিক্স পড়তে এই লিংকে ক্লিক করুন
💚 নতুন নতুন প্রযুক্তর খবর দেকতে এখানে ক্লিক করুন
💚 বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন ফরমেট/টেমপ্লেট দেখতে এখানে ক্লিক করুন